তিন পাগলের হলো মেলা

গোলাম রাব্বানী
শত বছর ধরেই লালনের গান আর বাণী মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে। সেই মুগ্ধতার জালে আটকে যান অনেকেই। ঘরবাড়ি ছেড়ে সাধু গুরুর আশ্রমে আশ্রয় নেন। লালন সাঁইয়ের জীবন-দর্শন নিয়ে কাটিয়ে দেন গোটা জীবন। সারাটি জীবন লালনের বাণী মানুষের দ্বারে দ্বারে পেঁৗছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন। শুরুতে এ প্রবণতাটা বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে দেখা গেলেও এখন তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ভিন্ন ভাষাভাষীর মানুষও এখন লালনবাণী প্রচারের কাজ করে যাচ্ছেন। গাইছেন লালন গান। সম্প্রতি তেমনই তিন জাপানিজ নারী বাউল লালন গান গাইতে এসেছিলেন বাংলাদেশে। সিরাজদীখানের লালন শাহ মধু পূর্ণিমা সাধুসঙ্গে লালনসঙ্গীত পরিবেশন করতে এসেছিলেন তারা। মাকি কাজুনি, কাজুনি ফোকাওযাওয়া, শুকো নিশিমুরা নামে তিন জাপানিজ নারী বাউল দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে লালন গানের সাধনা করে যাচ্ছেন। তাদের মধ্যে মাকি কাজুনি লালন গান নিয়ে পিএইচডি করেছেন। লালন শাহ মধু পূর্ণিমা সাধুসঙ্গে মাকি কাজুনি ও ফোকাওযাওয়া অবলীলায় লালন গান পরিবেশন করে মুগ্ধ করে দিয়েছিলেন সবাইকে। শুকো নিশিমুরা এখনও দীক্ষা নিচ্ছেন লালন গানের। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই তিন জাপানিজ বাউল দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বর্ধমানের দরবেশ সাধন ফকিরের সাধন সঙ্গিনী হিসেবে রয়েছেন। দরবেশ সাধন ফকিরই তাদের গুরুজি। মাকি কাজুনির লালনসঙ্গীত ও লালন নিয়ে ভাবনাটা এ রকম_ ‘লালন সাইজির গানের কথা ও বাণী সহজ-সরল এবং সুন্দর। পৃথিবীর এত সুন্দর বাণী আর কথার গান আমি খুঁজে পাইনি কোথাও। লালন নিয়ে যত কাজ করছি ততই আমি তাকে নতুন করে জানছি। ধর্ম-বর্ণ, জাতি-গোত্র সব বিষয়ে সাঁইজির গান রয়েছে।’ ভিন্নমত নেই ফোকাওযাওয়ারও। ‘আমি এখনও লালনের বাণী শিখছি। প্রতিনিয়ত আমার গুরুজি দরবেশ সাধন ফকিরের কাছে লালনসঙ্গীতের চর্চাটা করে যাচ্ছি। সারাটি জীবন এই লালনচর্চা করেই কাটিয়ে দেওয়ার ইচ্ছা আছে।’ সাধুসঙ্গে এই তিন জাপানিজ বাউলকে বড় মা, মেজ মা আর ছোট মা বলে সম্বোধন করা হয়। মেজ মা কাজুনি ফোকাযাওয়ার বাংলা নাম রাখা হয়েছে শুভ্রা আর শুকো নিশিমুরার নাম রাখা হয়েছে শ্রুতি। ‘সময় গেলে সাধন হবে না’/’আপন ঘরের খবর নে না’/’মানুষ গুরু নিষ্ঠা যার’/’সোনার মানুষ ভাসছে রসে’/’পারে কে যাবি নবীর নৌকাতে আয়’/’সত্য বল সু পথে চল’_ এ রকম লালন সাঁইজির অসংখ্য গান সঠিক বাংলা উচ্চারণে গেয়ে বেড়ান তারা। লালন গান গাওয়ার আশায় এ তিন জাপানিজ নারী বাউল বাংলা ভাষাকেও আয়ত্ত করে নিয়েছেন। যদিও তারা মনে করেন, এখনও বাংলা ভাষা শেখা তাদের শেষ হয়নি। যেমন শেষ হয়নি লালনচর্চা।
এই তিন জাপানিজ নারী বাউল লালনসঙ্গীতের পাশাপাশি বাংলা লোকসঙ্গীত নিয়েও বিস্তর কাজ করছেন এবং আজীবন বাংলা লোকগান নিয়ে কাজ করে যেতে চান তারা। তাদের এই বাংলা লোকগান আর লালন গানের প্রীতি দেখে অনেকেই বলতে পারেন পাগল নাকি এরা। সত্যিই তিন পাগলের মেলা জুটি হয়েছে। আর পাগল না হলে তো সৃষ্টিশীল কাজ করা যাবে না।

[ad#co-1]

Leave a Reply