পদ্মা সেতু নির্মাণে ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা করার লক্ষ্যে সেতু বিভাগ একটি এনজিওকে দায়িত্ব প্রদান করেছে। বৃহস্পতিবার সেতু ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঐ এনজিও ‘ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভ্লপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)’ এবং পদ্মা সেতু প্রকল্পের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। সিসিডিবি’র প্রকল্প পরিচালক জয়ন্ত অধিকারী এবং পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মোঃ রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স¦াক্ষর করেন।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সেতু বিভাগের সচিব মোঃ জাহিদ হোসেন চুক্তি স¦াক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যোগাযোগমন্ত্রী বলেন, ২০১৩ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। আর এই এনজিও কাজ করবে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত।
প্রায় ৪ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৫ বছরের জন্য এনজিওকে দায়িত্ব দেয়া হয়েছে। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ৯১৮ হেক্টর জমি অধিগ্রহণ করেছে সেতু কর্তৃপক্ষ এবং এ ভূমি অধিগ্রহণের ফলে কিছু মানুষের বাড়িঘর ও অন্যান্য স্থাপনা অন্যত্র স্থানান্তর করতে হবে। এছাড়াও তাদের ব্যবসা-বাণিজ্য, কৃষিসহ তাদের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখলের ফলে প্রায় ৪ হাজার বাড়িঘর, এক হাজার ব্যবসা প্রতিষ্ঠান এবং একশ সামাজিক ও ধর্মীয় স্থাপনা প্রকল্প এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিতে হবে। এ প্রক্রিয়ায় প্রায় আট হাজার কৃষি পরিবার অন্যান্য আয় থেকে বঞ্চিত হবে। এসব ক্ষতির পরিমাণ পুষিয়ে দিতে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করেছে। পদ্মা সেতুর জন্য অধিগ্রহণকৃত ৯১৮ হেক্টর ভূমির ক্ষতিপূরণ মূল্য পরিশোধের জন্য সরকার ইতিমধ্যেই শরিয়তপুর, মাদারীপুর ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসকদের কাছে প্রায় ৪১০ কোটি টাকা প্রদান করেছে।
[ad#co-1]
Leave a Reply