মুন্সীগঞ্জে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার

গতকাল শনিবার লৌহজং কলেজ মাঠে অগ্রসর বিক্রমপুর আয়োজিত গুণীজন ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ড.মোহাম্মদ জাফর ইকবাল। সংগঠনটির স্থানীয় সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নূহ আলম লেনিন, এটর্নি জেনারেল মাহবুবে আলম, বাবু সুকুমার রঞ্জন ঘোষ এমপি, পিনাক চক্রবর্তীর সহধর্মিনী রাধা চক্রবর্তী,উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, ইউএনও মাহমুদুর রহমান হাবিব,ফকির আব্দুল হামিদ, এনামুল হক খসরু চৌধুরী, জাকির হোসেন ব্যাপারি প্রমুখ।

অনুষ্ঠানে গুণী ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। ভারতীয় হাই কমিশনার বলেন, জাতীয় ঐক্য অনেক কঠিন কাজকেও সহজ করে দিতে পারে। বাংলাদেশের উন্নয়নে ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই।

[ad#co-1]

Leave a Reply