বুধবার গজারিয়া উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু কাটার সময় হাতেনাতে তিন ড্রেজারসহ দু’ব্যক্তিকে আটক করা হয়েছে। গজারিয়া থানার দারোগা মনির হোসেন জানান,ভাটিবলাকি ও চরবলাকি মৌজায় ৩টি ড্রেজার অবৈধভাবে বালু উত্তোলনের সময় দু’জন অপারেটরসহ মোবাইল কোর্ট হাতেনাতে আটক করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সগীর হোসেনের নেতৃত্বে এই অভিযান চলে। ফাইভস্টার,গাউসিয়া ও দয়াল ভরসা নামের এই ড্রেজারগুলোর পেছনে কারা রয়েছে পুলিশ তা খুঁজছে।
Leave a Reply