মুন্সীগঞ্জে এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বাংলাদেশে একদিন না একদিন প্রাদেশিক সরকার গঠিত হবে। ২০ বছর আগে তার সময় উপজেলা পরিষদ গঠন করা হয়েছে। কিন্তু পরবর্তী সরকার উপজেলা ব্যবস্থা বাতিল করে দেয়। আবার ২০ বছর পর এ উপজেলা পরিষদ চালু করা হয়েছে। বর্তমান মহাজোট সরকারের কাছে কয়েকটি প্রাদেশিক সরকার গঠন করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সরকার এ ব্যাপারে কর্ণপাত করেনি। ১৫ কোটি মানুষের এদেশে একটি সরকার দিয়ে দেশ চালানো আসলেই সম্ভব নয়।
মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে রোববার জাতীয় পার্টি মুন্সীগঞ্জ শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি জাতীয়তাবাদী শক্তি দাবি করলেও প্রকৃত অর্থে তারা জাতীয়তাবাদী শক্তি নয়। আমরাই একমাত্র জাতীয়তাবাদী শক্তি। আমাদের পার্টির মধ্যে মারামারি-কাটাকাটি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিরোধ নেই। দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সুশৃঙ্খলভাবে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠিত হচ্ছে। তিনি আরো বলেন, তার সময় টেন্ডারবাজি, চাঁদাবাজি এসব শব্দ ছিল না। কিন্তু টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকা- বাংলাদেশে এখন দেদার চলছে। তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ছিল না। কিন্তু বর্তমানে সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী। টেন্ডারবাজি, চাঁদাবাজির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে।
২০ বছর পর রোববার মুন্সীগঞ্জে জাতীয় পার্টির সম্মেলন হয়েছে। জেলার কয়েকটি উপজেলা কমিটি গঠিত না হওয়ার কারণে এ সম্মেলনে সাবজেক্ট কমিটি গঠন করা হয়। আগামী ১০ দিনের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট বজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট শেখ মো. সিরাজুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা মো. কলিম উল্লাহ, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ও জাপার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুর রহমান, জাপার যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জাপার যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম ভূইয়া, জেলা জাপার সদস্য সচিব কুতুবউদ্দিন আহম্মেদ, লৌহজং জাপার নেতা মো. নোমানসহ জাপার সেক্রেটারি নুরুল ইসলাম প্রমুখ।
[ad#co-1]
Leave a Reply