মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপির পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা বিএনপির বিবদমান দুই পক্ষ ছয় দিনের ব্যবধানে পাল্টাপাল্টি দুটি কমিটি গঠন করেছে। গত রোববার উপজেলার হোগলাকান্দি বালুর মাঠে মোতাহার হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে পাল্টা কমিটির ঘোষণা দেওয়া হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে সভাপতি, আবুল খায়ের সিকদারকে সাধারণ সম্পাদক ও আনোয়ারুল হককে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়। ১৬ নভেম্বর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হাইয়ের উপস্থিতিতে উপজেলার ফুলদী গ্রামের সাহেববাড়িতে সম্মেলন হয়। এতে কে এম গিয়াস উদ্দিনকে সভাপতি, সৈয়দ সিদ্দিক উল্লাহকে সাধারণ সম্পাদক ও মো. বোরহান উদ্দিন ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা বিএনপির অপর একটি কমিটি ঘোষণা করা হয়েছিল।
[ad#co-1]
Leave a Reply