সৈকত সাদিক
ভিটি ও দেয়াল পাকা চৌচালা টিনের ভবনটির টিনগুলো পুরোনো হয়ে এসেছে। সামনের নদীর পাড়ের পাকা ঘাটলাটাও ভাঙার পথে। আগের মতো রোগী নিয়ে নৌকা এখানে ভেড়ে না। ভবনটির উত্তর প্রান্তের ঘরগুলো ফাঁকা পড়ে আছে। পুরোনো হলুদ ভবনটির আশপাশের পরিবেশ আগের চেয়ে অনেক বেশি নীরব। নদীর তীরবর্তী ভবনটির কাছ দিয়ে সড়কপথ থাকায় ভবনটির বারান্দার বেঞ্চে বিশ্রাম নিতে বসে স্থানীয় জনগণ ও পথচারী। পথচারীরা বেঞ্চে বসে পুরোনো ভবনের দেয়ালে লাগানো স্মৃতিফলক পড়ে অবাক হয়। বিশেষ করে তরুণেরা। এই ভবন উদ্বোধন করতে এত বড় একজন ব্যক্তি এসেছিলেন! অনেকে আবার এ পুরোনো ভবনের জৌলুশ নিয়ে স্মৃতি আওড়ান। ইছামতী নদীতীরে গড়ে ওঠা বহু বছরের পুরোনো ভবনটি স্থানীয় জনগণের কাছে সরকারি ডাক্তারখানা হিসেবে পরিচিত। আসলে এটি একটি সরকারি দাতব্য চিকিত্সালয়। একটা সময় যেকোনো গ্রামে দাতব্য চিকিত্সালয় থাকলে সে গ্রামের গুরুত্ব্ব অনেক বেড়ে যেত। এটির বেলায়ও তেমনটি হয়েছে। দাতব্য চিকিত্সালয়টি আজ থেকে প্রায় শত বছর আগে গড়ে তুলেছিলেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার শেখরনগরের জমিদার রায়বাহাদুর শ্রীনাথ রায়। শেখরনগরে সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম নেওয়া এই জমিদার তাঁর স্বর্গীয় পিতা পূর্ণচন্দ্র রায়ের স্মৃতি রক্ষার্থে গড়ে তুলেছিলেন এ দাতব্য চিকিত্সালয়। শুধু এ দাতব্য চিকিত্সালয় স্থাপনই নয়, তাঁর নিজ গ্রামে স্থাপন করে গেছেন হাইস্কুল, প্রাইমারি স্কুল, বাজার, খেলার মাঠসহ নানা স্থাপনা। শেখরনগরের শিক্ষাব্যবস্থা ও চিকিত্সা উন্নয়নের ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। একজন দাতা হিসেবে পুরো মুন্সিগঞ্জে একসময় তাঁর সুনাম ছিল। তাঁর অবদানের কারণেই গ্রামটি রেনেলের বিক্রমপুরের মানচিত্রেও উঠে এসেছিল। একটি উন্নত পল্লী হিসেবে পুরো মুন্সিগঞ্জে গ্রামটির পরিচিতি রয়েছে।
দাতব্য চিকিত্সালয়ের উদ্বোধনটাও ছিল অনেক স্মরণীয়। এটির দ্বার উন্মোচন বা ফিতা কাটার জন্য তিনি নিয়ে এসেছিলেন তখনকার বাংলার গভর্নর লর্ড কারমাইকেলকে। বাংলা ১৩২২ সনের ২১ শ্রাবণ বা ইংরেজি ১৯১৫ সালে বাংলার গভর্নর লর্ড কারমাইকেল এসেছিলেন শেখরনগরে। শত বছর আগে একটি গ্রামে বাংলার গভর্নরের শুভ আগমনী অনুষ্ঠানও হয়তো অনেক জাঁকজমকপূর্ণ হয়েছিল। এ দাতব্য চিকিত্সালয় উদ্বোধন করতে এসে গভর্নর জমিদার রায় বাহাদুরের অপরূপ কারুকার্যখচিত সুদৃশ্য দ্বিতল দালানে আতিথেয়তা গ্রহণ করেছিলেন। তাঁর শুভ আগমনকে স্মরণীয় করে রাখতে বাড়ির সামনেও একটি শুভাগমন ফলক লাগানো হয়েছিল। উত্তর ও পশ্চিম প্রান্তে পুকুর ও দক্ষিণ প্রান্তে বহুদূর পর্যন্ত দেয়াল দিয়ে ঘেরা বাড়ির অনেকটাই আজ কালের গর্ভে ইতিহাস হওয়ার পথে। বর্তমানে সরকারি মালিকানাধীন রায়বাহাদুরের স্মৃতিজড়িত আবাসস্থলটি ধ্বংসের দিকে। স্থানীয় জনগণের মুখে শোনা যায়, তাঁর সন্তান বা নিকটাত্মীয় যাঁরা ছিলেন, দু-চারজন ছাড়া বেশির ভাগই ১৯৪৭ সালে ভারত বিভক্তির সময় ভারত বা বিলেতে চলে গিয়েছিলেন। যদিও ২০০৮ সালে রায়বাহাদুরের বাড়ির পূর্ব প্রান্তে লর্ড কারমাইকেল স্মৃতিফলক পুনর্নির্মাণ করা হয়েছে। তবে বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রায়বাহাদুর সম্পর্কে জানার জন্য কোনো ইতিহাসসংবলিত সাইনবোর্ড বাড়ির আঙিনায় না থাকায় দূর-দূরান্ত থেকে আগত ব্যক্তিরা খানিকটা হতাশ হন। জমিদারবাড়ির পূর্বপ্রান্তের মৃিশল্পী বা পালবাড়িগুলোর পরই নদীর ধারে তিনি দাতব্য চিকিত্সালয়টি গড়ে তুলেছিলেন। স্থানীয় জনগণের কাছ থেকে শোনা যায়, ছোট্ট দাতব্য চিকিত্সালয়টি ঘিরে একসময় রোগীর ভিড় লেগে থাকত। দূর-দূরান্ত থেকে চিকিত্সাসেবা নেওয়ার জন্য বহু রোগী আসত। গ্রাম-গঞ্জে বেসরকারি হাসপাতাল ছিল না। এই দাতব্য চিকিত্সালয়ই ছিল রোগীদের মূল ভরসা। এমনিতেই বড় কোনো রোগ না হলে রোগীরা সহজে চিকিত্সা নিতে আসত না। ইনজেকশন বা সুঁইয়ে রোগীর বড় ভয় ছিল। কলেরা, বাতজ্বর, গুরুতর জখম হলে রোগীরা চিকিত্সকের দুয়ারে ভিড় করতেন। তাই রোগীদের কাছে বড় চিকিত্সার জন্য ভরসা ছিল এ দাতব্য চিকিত্সালয়টি। রোগীরা এখানকার চিকিত্সকের বাবুর ওপর নির্ভরশীলও ছিলেন। এখানে এসে স্বল্পমূল্যে রসিদ কেটে চিকিত্সকের কাছে সমস্যার কথা বললেই হতো। চিকিত্সকের ওষুধে কয়েক দিন বাদেই অসুখ-বালাই দূর হয়ে যেত।
কালের বিবর্তনে খানিকটা নিস্তেজ হয়ে পড়া দাতব্য চিকিত্সালয়কে ঘিরে রোগীর ভিড় কমলেও এখনো প্রতিদিন দু-চারজন রোগী আসে চিকিত্সা নিতে। যারা আসে তাদের বেশির ভাগই দিনমজুর। আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের চিকিত্সাসেবা দিতে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া সপ্তাহের অন্যান্য দিন ঢাকা থেকে সরকারি চিকিত্সক আসেন। দাতব্য চিকিত্সালয়ের রোগীদের মুখে শোনা যায়, এ গ্রামে হবে ২০ শয্যার সরকারি হাসপাতাল। স্থানীয় চেয়ারম্যান শেখ মো. আমজাদ সরকার থেকে বাজেট পাস করিয়ে এনেছেন। এ দাতব্য চিকিত্সালয়কে ঘিরেই রায়বাহাদুরের জমিতে হবে হাসপাতালটি।
রায়বাহাদুরের স্মৃতি রক্ষার্থে সরকারি ডাক্তারখানাকে ঘিরে হাসপাতালটি হলে বড় ভালো হয়।
[ad#co-1]
Leave a Reply