শাকিবের কথায়ও আশ্বস্ত হতে পারছেন না চাষী নজরুল ইসলাম

বরেণ্য পরিচালক, নির্মাতা চাষী নজরুল ইসলামের পরামর্শ মেনে নিলেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান। বললেন হ্যাঁ, আমার ছবি কমানো উচিত। তবে আশ্বস্ত হতে পারছেন না চাষী নজরুল ইসলাম। তার বক্তব্য, শাকিব সবসময় এমনই বলে আসছে। কিন্তু কাজ হচ্ছে না। ছবি কমালে তারই উপকার হতো। আমাদের চলচ্চিত্রেরও উপকার হতো। সত্যি কথা বলতে গেলে আমাদের কারো দায়িত্ব কিংবা কর্তব্যবোধই নেই। যার জন্যই আজকে আমাদের চলচ্চিত্রের এই দুরবস্থা। কোনো রাখঢাক করে নয়। শাকিব খানকে কম ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন চাষী নজরুল ইসলাম সরাসরি টেলিভিশনে।

ঘটনা বাংলাভিশনে প্রচারিত ‘আমার আমি’ অনুষ্ঠানে। ঈদের দ্বিতীয় রাতে প্রচারিত অনুষ্ঠানে অতিথি ছিলেন শাকিব খান। আর এ অনুষ্ঠানেই সাক্ষাৎকারে শাকিব খানকে ছবি কমানোর জন্য উপদেশ দেন চাষী নজরুল ইসলাম। চাষী নজরুল ইসলামের রেকর্ড করা এ সাক্ষাৎকারে চোখ কপালে তুলেন শাকিব খান। চাষী নজরুল ইসলাম বলেন, তুই যদি সব ছবিতে অভিনয় করিস, তাহলে নতুন অভিনেতা-অভিনেত্রীরা আসবে কি করে। তাই আমি তোর ভালোর জন্যই বলছি, তুই ছবি কমা। এ অনুষ্ঠান প্রচারিত হওয়ার পর দিনের শেষে’কে চাষী নজরুল ইসলাম বলেন, অনুষ্ঠানটি আমি প্রথম থেকে না দেখতে পারলেও আমার দৃশ্যটি থেকে দেখতে পেরেছি। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমি আরো অনেক কথাই বলেছিলাম। সেগুলো কেটে ফেলা হয়েছে। এটা আমার কাছে খারাপ লেগেছে। যদি প্রচারই না করা হয় তাহলে এতসব প্রশ্নেরই কি প্রয়োজন আছে।

অনুষ্ঠানটিতে লক্ষ্য করা গেছে, শাকিবের বিষয়ে জানার জন্য তার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির পরিচালকদের সাক্ষাৎকার নিয়েছেন অনুষ্ঠান নির্মাতারা। যেখানে ভালো বলা ছাড়া আর কোনো বিকল্প ছিল না ওই নির্মাতাদের। এখানে আমার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, শাকিবের ছবি কমানোর বিষয়। এটা আমি এখন নয়, আরো অনেক আগে থেকেই বলে আসছি। কিন্তু সে এ রকমই বলে আসছে। হ্যাঁ স্যার, আমার ছবি কমানো উচিত। এখন বন্দুক তার ঘাড়ে। সে যদি চায় তাহলে ইন্ডাস্ট্রির ভালো হতে পারে। কথা প্রসঙ্গে তিনি এও বলেন, আমিও শুনেছি ২০১০ সাল থেকে শাকিব একটি ছবির জন্য পারিশ্রমিক নেবে ৫০ লাখ টাকা। এটা বোকাদের কথা। সে বলতে পারতো যে আমি ছবি করবো। তবে দেখেশুনে ভালো কাজ করবো। সে যদি এ ধরনের কথা বলে তাহলে ভুল হবে। অনেক ছবি আছে যে সে পারিশ্রমিক নিয়ে কথা বলেনি। আমার মতে, পারিশ্রমিকের যে বিষয়টি আলোচনা হয়েছে এটাও তার এক ধরনের বোকামি।

দিনের শেষে

[ad#co-1]

Leave a Reply