গজারিয়ায় সংঘর্ষের ঘটনায় দুটি মামলা আসামি আ’লীগের ৭৮ নেতাকর্মী

কাজী দীপু হ মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টান বলাকি এলাকায় গত সোমবার আওয়ামী লীগের দুই গ্রপের সংঘর্ষ ও শতাধিক বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ৭৮ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। মামলা দায়েরের পর গ্রেফতার আতঙ্কে টান বলাকি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল মুন্সীগঞ্জের পুলিশ সুপার শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা গিয়াসকে প্রধান আসামি করে ৩৬ আ’লীগ কর্মীর নামে তাজুল ইসলাম এবং আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলামকে প্রধান আসামি করে ৪২ আ’লীগ কর্মীর নামে ইউনুছ মিয়া মামলা করেছেন। গ্রামবাসী জানায়, ঘটনার পর থেকে পুলিশি গ্রেফতার এড়াতে উভয় গ্র“পের সন্ত্রাসীরা আত্মগোপন করেছে। তাদের সঙ্গে নিরীহ গ্রামবাসীও গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে। গত সোমবার রাতে এলাকার আধিপত্য ও জমি ভরাটের কাজ নিয়ে আওয়ামী লীগের এই দুই গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

[ad#co-1]

Leave a Reply