কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে
প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন প্রেমিক মোয়াজ্জেম ও তার ৫ বন্ধু। গতকাল এই ঘটনা ঘটে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, দৌলতপুর গ্রামের মোস্তফা সৈয়ালের মেয়ে তানিয়ার সঙ্গে রসুলপুর গ্রামের মোয়াজ্জেমের প্রেমের স¤স্লর্ক ছিল। কিন্তু তানিয়ার পরিবার তার বিয়ে একই ইউনিয়নের দড়িকান্দি গ্রামের এক যুবকের সঙ্গে ঠিক করে। গতকাল ছিল বিয়ের দিন। বরযাত্রীও যায় কনের বাড়িতে। খবর পেয়ে প্রেমিক মোয়াজ্জেম প্রেমিকার বাড়িতে বন্ধুদের নিয়ে উপস্থিত হয় এবং বরের সঙ্গে কথা বলে বিয়ে ভেঙে দেয়ার চেষ্টা চালায়।
[ad#co-1]
Leave a Reply