মন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবানীপুর শিকিরগাঁও এলাকায় গতকাল বুধবার আনোয়ার জুট স্পিন মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নেভাতে কয়েক দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বিকেলে এ রিপোর্ট লেখার সময় জুট মিলে আগুন দাউ দাউ করে জ্বলছিল। এতে এ পর্যন্ত ৯৬ হাজার মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। যার আর্থিক মূল্য ২০ কোটি টাকা। কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা কেউ বলতে পারছে না। তবে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মিল কর্তৃপক্ষ ও স্খানীয় লোকজন জানান, দুপুরের দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। এ খবর পেয়ে নারায়ণগঞ্জ, বন্দর, হাজীগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের শতাধিককর্মী আগুন নেভাতে চেষ্টা করছে। তাদের সাথে মিলের শত শত শ্রমিক ও এলাকাবাসী চেষ্টা করলেও কোনোভাবেই আগুন নেভানো যাচ্ছে না। আগুনের লেলিহান শিখা আরো দাউ দাউ করে জ্বলে উঠছে।
[ad#co-1]
Leave a Reply