ঘন কুয়াশায় মাওয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওরাকান্দি নৌ-রুটে ফেরি চলাচল বৃহস্পতিবার রাত সোয়া ১২ টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ঘাটের দুই পাশে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন আটকা পড়েছে। সেখানে তীব্র শীতে শত শত যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্তব্যরত কর্মকর্তা ট্রান্সপোর্ট সুপারিনটেনডেন্ট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ১২ টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

রোরো ফেরি বরকত, টানা ফেরি ল্যান্টিংসহ ৬ টি ফেরি নদীপথের বিভিন্ন স্থানে নোঙর করে আছে। মাওয়া ঘাটে কিশোরী, মকদুম ও টাপলু নামে তিনটি ফেরি যানবাহন বোঝাই অবস্থায় আটকে রয়েছে।

[ad#co-1]

Leave a Reply