মুন্সীগঞ্জে ছয় দিনব্যাপী বর্নাঢ্য বিজয় উৎসব শুরু হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শিল্পকলা একাডেমী চত্বরে আয়োজন করেছে এই বিজয় উৎসবের। আয়োজিত এই উৎসব সকল মানুষের প্রানের উৎসবে পরিনত হয়েছে। গতকাল সোমবার ছিল উৎসবের তৃতীয় দিন। কনকনে শীতকে উপেক্ষা করেও অগনিত মানুষ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপভোগ করে নাচ, গান ও নাটক।
ছয় দিনব্যাপী এই উৎসবে সম্মিলিত সাংস্কৃতিক জোট ভুক্ত ৩৮ টি সংগঠন অংশ গ্রহন করছে। গতকাল শিশু তীর্থ, মুন্সীগঞ্জ অরন্যের মাঝে অরন্য নাটকটি মঞ্চায়ন করে এছাড়াও সংগীত পরিবেশন করে সেতু বন্ধন সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী, স্বাশত খেলাঘর, লেখালেখি সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, তালতরঙ্গ ও স্ঞ্চারী সাংস্কৃতিক গোষ্ঠী। ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।
[ad#co-1]
Leave a Reply