২০১০ সালের আক্টোবরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কার্যাদেশ দেয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এর পূর্বে ফেব্রুয়ারীতে সেতুর টেন্ডার আহবান ও সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে সেতুর নির্মান কাজ শেষ হবে।
দাতা সংস্থার সাথে অর্থ মন্ত্রনালয়ের ইআরডির চুক্তি সম্পাদান না হলেও তারা যে অনুদান দিবে তা ইতোমধ্যে চিঠির মাধ্যমে জানিয়েছে।
এই চুক্তি স্বাক্ষরের পরই আগামী অক্টোবরে সেতুর কার্যাদেশ দেয়া হচ্ছে। সে লক্ষ্যে আগামী ২০১০ সালের আক্টোবর মাসে মাওয়ার ওপারে পদ্মার জাজিরা পয়েন্টে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আরো একটি ভিত্তি প্রত্তুর উদ্বোধন করবেন।
যোগাযোগ মন্ত্রী দৈয়দ আবুল হোসেন আজ শনিবার মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু রেস্ট হাউজ প্রঙ্গনে সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় এ কথা বলেন।
তিনি আরো বলেন , মাওয়ায় পদ্মা সেতু নিমার্ণ হলে সমগ্র বাংলাদেশের মানুষের গড় আয় (জিডিপি)বৃদ্ধি পাবে। একই সাথে দক্ষিন- পশ্চিমাঞ্চলের ৬ কোটি মানুষের স্বপ্ন পুরনসহ সামাজিক অবস্থার আমূল পরিবর্তন হবে। এই সেতুর কারণে আলোকিত হবে মুন্সীগঞ্জ-বিক্রমপুরসহ রাজধানী ঢাকার আশেপাশের এলাকা সমূহ।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু বিশ্বের সর্ব বৃহৎ ফাউন্ডেশন। ৬.১৫ কি.মি. দৈঘ্য ও দুই প্রান্তে সংযোগ সড়ক হবে ১৪ কি.মি. এবং নদী শাসন করা হবে ১১কি.মি. এলাকা।
তবে স্থানীয় এমপি ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলির দাবির প্রেক্ষিতে লৌহজং, টঙ্গীবাড়ি ও শ্রীনগর উপজেলার নদী ভাঙা লোকদের রক্ষার্থে নদীশাসনের ১১ কি.মি. এলাকাকে আরো বারানোর আশ্বাস দেন তিনি।
যোগাযোগ মন্ত্রী বলেন , দ্বিতল এ সেতুর উপরে গাড়ি ও নীচে রেল নাইন থাকবে। এর সাথে গ্যাস লাইন , বিদ্যুৎ লাইন ও টেলিফোন সংযোগ থাকার পাশাপাশি সেতু এলাকায় গড়ে উঠবে একটি কন্টেনার পোর্ট , পাওয়ার প্ল্যান্ট ও ইপিজেট এলাকা।
আর একারণে এ এলাকার সম্ভাব্য ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কর্মক্ষন এক জনকে কাজ দেয়া হবে।ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে তিনি আরো বলেন , প্রধান মন্ত্রীর নির্দেশে সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের মুক্তহস্তে উদার চিত্তে ক্ষতিপূরণের টাকা তুলে দেয়া হচ্ছে।ক্ষতিগ্রস্তদের দাবির প্রেক্ষিতে জমির সম্ভাব্য বাজার মূল্যের তারতম্য সঠিকভাবে মূল্যায়নেরও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি স্থানীয় এমপি ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, পদ্মা সেতু হচ্ছেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সেতু। তারই সুযোগ্য কন্যা জাতির পিতার সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ দিতে যাচ্ছে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ,মুন্সীগঞ্জ-১ আসনের এমপি বাবু সুকুমার রঞ্জন ঘোষ , সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ জাহিদ হোসেন ।
বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম ,পুলিশ সুপার শফিকুর ইসলাম ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান লৌহজং ও শ্রীনগর উপজেলা চেয়ারম্যান যথাক্রমে সেমানগরি তালুকদার ও বেলায়েত হোসেন ঢালী এবং সম্ভাব্য কতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ গিয়াস উদ্দিন খান প্রমূক।
অনুষ্ঠানে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত পরিবারের মোট ৮ জন সদস্যের মাঝে ৭৯ লক্ষে ৪৮ হাজার ৬ শ’ একাত্তর টাকার ৬০ পয়সার চেক প্রদান করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন , সেতু বিভাগের যুগ্ম সচিব আঃ কাদের , পদ্মা সেতুর ডিজাইন কনসাটেন্ড কেন হুইলার , পূর্নবাসন বিশেষঞ্জ ড. জামান , পূর্নবাসন উপদেষ্টা আলবাব আকন স্থানীয় আলহাজ্ব ফকির মোঃ আঃ হামিদ , সেলিম আহমেদ মোড়ল , আবুল বাশার , উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুর রহমান হাবিব প্রমূখ।
রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ
[ad#co-1]
Leave a Reply