জান্নাতুল ফেরদোসৗ:
১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও তৎকালীন ঢাকা জেলা বি এল এফর প্রধান মোহাম্মদ মহিউদ্দিন।
মুক্তিযোদ্ধা সংসদ মুন্সীগঞ্জ জেলা ইউনিটের আহবায়ক মোহাম্মদ হোসেন বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদেও সদস্য সচিব এ কে এম গোলাম কবির সিকদার প্রমুখ। বক্তারা এ সময় মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারন মূলক ঘটনা তুলে ধরে বঙ্গবন্ধুর অবদানের কথা স্বীকার করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
[ad#co-1]
Leave a Reply