মুন্সীগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যু

স্বামী সাত্তার বাগজীর লাশ দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী রহিমা বেগম। আর বোন ও দুলাভাইয়ের মৃত্যুর খবরে প্রাণ হারালেন ফাতেমা বেগম। এভাবেই একে একে ৩ জনের করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নোয়াদ্ধা গ্রামে। গতকাল শনিবার কয়েক ঘণ্টার মধ্যে একই পরিবারের ৩ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নোয়াদ্ধা গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা সবাই স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গেছে।

গত শুক্রবার রাতে নোয়াদ্ধা গ্রামের সাত্তার বাগজী (৬৫) ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। পরে গতকাল তার লাশ নিজ বাড়িতে আনা হয়। সেই সময় তার স্ত্রী রহিমা বেগম (৪৫) স্বামীর লাশ দেখে নিজেও স্ট্রোকে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। গতকাল সকাল ১১টার দিকে এ ঘটনার খবর পেয়ে বোন ও ভগি্নপতির লাশ দেখতে এসে শ্যালিকা ফাতেমা বেগম (৩০) স্ট্রোকে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

[ad#co-1]

Leave a Reply