মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ১৩ ঘন্টা ফেরী বন্ধ থাকায় আটকা পড়ে অর্ধ সহস্রাধিক গাড়ী

জান্নাতুল ফেরদোসৗ
ঘন কুয়াশার কারনে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে গতকাল রোববারও ১৩ ঘন্টা ফেরী চলাচল বন্ধ ও ৭ টি ফেরী মাঝ নদীতে আটকে পড়েছিল। ফলে ঘাটের দুই পাশে অর্ধ সহস্রাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রোববার বেলা ১১ টার পর থেকে ফেরী চলাচল স্বাভাবিক হয়। সেখানে তীব্র শীতে প্রতিদিনই হাজার হাজার যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

বিআইডব্লিউটিএ’র সূত্র জানায়, কুয়াশার কারনে পথ দেখা না যাওয়ায় পদ্মা নদীর মাঝ পথে ৬ টি ফেরী আটকে যাওয়ায় রাত ১০ টার পর ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। । অন্যদিকে মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও মেঘনা নদীর চরে গতকালও ১৫/২০টি যাত্রীবোঝাই লঞ্চ আটকা আটকা পড়ে।

[ad#co-1]

Leave a Reply