জান্নাতুল ফেরদোসৗ:
গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামে গতকাল রোববার ভোরে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল ওই গ্রামের আববক্কর মিয়ার বাড়িতে হানা দিয়ে চাউলের ড্রামে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতদলের অস্ত্রের আঘাতে মহিলাসহ ৩ জন আহত হয়েছে।
জানা গেছে, ব্যবসায়ী আবুবক্কও শনিবার চাউল বিক্রি করে ৩ লাখ ৫০ হাজার টাকা ঘরে এনে চাউলের ড্রামে রাখে। ডাকাতদল ঘরে হানা দিয়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাসহ চাউলের ড্রামই জোরপূর্বক লুট করে নিয়ে গেছে। এ সময় ৫ ওজনের স্বর্ণালংকার লুটে নেয় বলে আবুবক্কর দাবী করেছেন। গজারিয়া থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
[ad#co-1]
Leave a Reply