মুন্সীগঞ্জে দাম দ্বিগুণ

potatoমুন্সীগঞ্জে আলুবীজ বপন করছেন কৃষক
মুন্সীগঞ্জের কৃষকরা এখন মহাব্যস্ত। দিনমজুর নিয়ে আলু রোপণে লেগে গেছেন সবাই। তবে এবার বিএডিসির আলু বীজ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে খোলা বাজারে দ্বিগুণেরও অধিক মূল্যে বিক্রি হচ্ছে। বিদেশ থেকে আমদানিকৃত আলু বীজ (বাক্স আলু) অনেক বেশি দরে কিনতে হচ্ছে কৃষকদের। তারপরও কৃষকরা বিএডিসির আলুর চেয়ে বিদেশি আলু বীজ লাগাতে উৎসাহী। জমি প্রস্তুতের বেশ আগে আলু বীজ বিক্রি শুরু হওয়ায় এর গুণগত মান এবং কাক্সিক্ষত ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। ইতিমধ্যে দোকানে রাখা অনেক বীজ আলুতে চারা গজিয়েছে। অনেক বীজ ব্যবসায়ী বীজ আলুর গুণগত মান ঠিক রাখতে হিমাগারে সংরক্ষণ করেন।

জানা গেছে, বিএডিসি এ গ্রেডের আলু বীজ প্রতি বস্তা (৪০ কেজি) সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৪৩০ টাকা হলেও ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত এবং বি গ্রেড ১ হাজার ৩০০ টাকার স্থলে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত খোলা বাজারে বিক্রি হয়েছে। এদিকে আমদানিকৃত ডায়মন্ড আলু বীজ প্রতি বাক্স সাড়ে চার হাজার টাকায় আমদানি করে বিক্রি করা হচ্ছে ৮-৯ হাজার টাকায়। আর গেলনা আলু বীজ প্রতি বাক্স সাড়ে ৫ হাজার টাকায় আমদানি করে বিক্রি করা হচ্ছে ৯-১০ হাজার টাকায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম আমিনুর রহমান জানান, এ বছর জেলার ছয় উপজেলায় ৩৫ হাজার হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে ৩০ মেট্রিক টন। চলতি মৌসুমে মুন্সীগঞ্জ জেলায় ১ হাজার ৪৪৫ মেট্রিক টন উন্নতমানের বিএডিসির আলু বীজ বরাদ্দ দেয়া হয়েছে, যা চাহিদার তুলনায় কম। এ জেলার কৃষকরা ৬০ ভাগ স্থানীয়ভাবে সংগ্রহ করে থাকেন কোল্ডস্টোরেজে সংরক্ষণের মাধ্যমে।

আমদানিকৃত আলু বীজ সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। সদর উপজলার চরকেওয়ারের আলু চাষী রমজান আলী জানান, বাক্স আলু বীজের দাম বেশি। বিএডিসির বীজ খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে বিক্রি হয়েছে। এবার জমি ভাড়া ও দিনমজুরির খরচ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে পঞ্চসার ইউনিয়নের কৃষক ময়জুদ্দিন জানান, এবার বর্ষায় পানি কম হওয়ায় জমির কচুরিপানা ও অন্যান্য আগাছা পরিষ্কার করে জমি প্রস্তুত করতে দিনমজুরি বাবদ টাকা দ্বিগুণ ব্যয় হচ্ছে।

বীজ ব্যবসায়ী মোহাম্মাদ আলী জানান, উন্নত জাতের আলু বীজ আমদানিকারক এবং মধ্যস্বত্বভোগী বড় ব্যবসায়ীরা আলু বীজে লাভ করতে পারলেও এ বছর খুচরা ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এতে সব খুচরা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খুচরা বিক্রেতার সংখ্যা বেড়ে যাওয়া এ ক্ষতির কারণ বলে তিনি মনে করেন।

[ad#co-1]

Leave a Reply