মোহাম্মদ আব্দুস সালাম, মুন্সিগঞ্জ থেকে ::
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার ভবের চর এলাকা থেকে আজ বৃহস্পতিবার রাত (৯.৩০) মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) প্রাইভেট কার (ঢাকা মেট্টো খ ১১-৬৩৫) তল্লাশি চালিয়ে ২শ ১৭ বোতল ফেনসিডিল, বহনকারী কারসহ ২জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো ফারুক (২৫), শাহ আলম (৪৫) তাদের উভয়ের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানায়।
ভবের চর ফারীর সার্জন ফরাজী বুলবুল জানান, গ্রেফতারকৃত ফেনসিডিল ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ এই ব্যবসা চালিয়ে আসছিল। ফেনসিডিলের বোতলগুলো টুলবক্স্রে রাখা ছিল। অবিনব কায়দায় ফেনসিডিল বহন করে কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিল।
ukbengali
[ad#co-1]
Leave a Reply