ধর্মঘট চলাকালে ধলেশ্বরী নদীতে অবস্থানরত কার্গো ও ভলগেট ।
অব্যাহত রয়েছে কার্গো-ভলগেট ধর্মঘট। নদীপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে গত শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে বাংলাদেশ বাল্কহেড সমিতি, ভলগেট মালিক সমিতি ও কার্গো মালিক সমিতি। ধর্মঘটে মুন্সীগঞ্জের মেঘনা ও ধলেশ্বরী নদীপথে রাজধানীসহ সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে বালু সরবরাহে অচলাবস্থা দেখা দিয়েছে। গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো ৫ হাজার কার্গো-ভলগেট ধর্মঘটে যাওয়ায় মেঘনা-ধলেশ্বরী নদীতে বালু বহনের নিত্যদিনের চিত্র চোখে পড়েনি।
শ্রমিকদের আন্দোলনকে অভ্যন্তরীণ কোন্দল বলেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন। তিনি বলেন, ধর্মঘট সম্পর্কে জানি না। আর এটা তাদের অভ্যন্তরীণ কোন্দল। নৌপথের চাঁদাবাজি রুখতে এবং মালিক-শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ২০ হাজার বালু শ্রমিকের ও কয়েক হাজার মালিকের এ ধর্মঘট অব্যাহত থাকবে। গতকাল শনিবার দুপুরে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় বাল্কহেড সমিতি ও ভলগেট মালিক সমিতির কার্যালয়ে কার্গো ও ভলগেট মালিকরা এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন। তাছাড়া আজ রোববার তারা মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করবেন বলে জানিয়েছেন। শিগগির তাদের নিরাপত্তা নিশ্চিত করা ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আরও বড় আন্দোলনে যাবেন তারা।
এদিকে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নিচে বালু ভলগেট ও কার্গো ধর্মঘট করেন শ্রমিক-মালিকরা। ধর্মঘটিরা জানান, মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে চরকিশোরগঞ্জ পর্যন্ত বালুবাহী কার্গো ও ভলগেট মালিক এবং শ্রমিকরা অত্যাচার, জুলুম ও নির্যাতনের নিয়মিত শিকার। নদীপথে তাদের ৩ দফা চাঁদা দিতে হয়। শহরের ধলেশ্বরী নদীর লঞ্চঘাট এলাকা, চরকিশোরগঞ্জ, নারায়ণগঞ্জের সোনাকান্দা ও গজারিয়ার শম্বুপুরা এলাকায় নৌচাঁদাবাজরা সক্রিয়। তাদের ৩ থেকে ৫ হাজার টাকা চাঁদা দিতে হচ্ছে বলে দাবি করেছেন মালিকরা।
নদীতে ৪টি গ্রুপ এ চাঁদা আদায় করছে বলে জানা গেছে। এর মধ্যে জোলেখা এন্টারপ্রাইজ নামের একটি বালু ইজারা গোষ্ঠী সবচেয়ে বেশি সক্রিয়। আর এই জোলেখা এন্টারপ্রাইজের সিন্ডিকেটে রয়েছে মুন্সীগঞ্জের প্রভাবশালী এক সংসদ সদস্যের ভাগ্নে। মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের একজন পিয়ন ও তার ভাই ওই সাংসদের আত্মীয়-স্বজনকে সঙ্গে নিয়ে পর্দার আড়ালে মুখ্য কাজ চালাচ্ছেন। মেঘনা নদীর ঝাপটা এলাকার বালুমহালের ইজারা আনার অজুহাতে ওই জোলেখা এন্টারপ্রাইজ সেখানে বালু উত্তোলন করছে। কার্গো ও ভলগেট মালিক সমিতির সভাপতি হাজী সফিউদ্দিন বলেন, ‘আমরা এখন কোথায় যাব। বারবার আমাদের শ্রমিকরা মার খাচ্ছেন। কয়েক দফা টাকা দিতে হয়। কাজেই এবার আমাদের নিরাপত্তা না দিলে দেশজুড়ে ভলগেট কার্গো বন্ধ থাকবে।’
এদিকে টোকেনের মাধ্যমে জোলেখা এন্টারপ্রাইজ যে চাঁদা আদায় করেছে ওই টোকেনে দেখা গেছে এর প্রোপ্রাইটার হচ্ছেন মোঃ জামাল উদ্দিন। তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঈমামচর গ্রামে। তারা বিআইডবিল্গউটিএ থেকে বালুমহালের ইজারা এনে আদায় করছেন বলে জানিয়েছেন জোলেখা এন্টারপ্রাইজের অংশীদার মোঃ মিথুন। ওই টোকেনে মোঃ মিথুনের নাম ছাড়াও জেলা ও দায়রা জজ আদালতের পিয়নের ভাই কবীরের নাম দেখা গেছে।
==================================
মুন্সীগঞ্জ কার্গো জাহাজ মালিক সমিতি চাঁদাবাজির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বালু উত্তোলন ও ক্রয় কার্যক্রম বন্ধ রেখেছে। গত বৃহস্পতিবার থেকে বন্ধ রাখা কার্যক্রম গতকাল ৩য় দিনেও মুন্সীগঞ্জ-ঢাকা নদীপথে বালু বহনকারী কার্গো জাহাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। এতে প্রায় ৫০ হাজার শ্রমিক ও ৩ হাজার কার্গো জাহাজ মালিক তাদের কার্যক্রম বন্ধের মাধ্যমে জবরদস্তি ও চাঁদাবাজির প্রতিবাদ করছেন। একাধিকবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেও কোনো লাভ হয়নি বলে কার্গো মালিকরা জানান।
গতকাল শনিবার মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় বলহেড রুট মালিক সমিতির এক সভায় এই ঘোষণা দেয়া হয়। কার্গো জাহাজ মালিকরা জানান, ৮ মাস ধরে কথিত মহাজোট নামে একটি সিন্ডিকেটের কাছে বালু ক্রয়কারী কার্গো জাহাজ মালিক ও শ্রমিকরা জিম্মি হয়ে রয়েছেন। মুন্সীগঞ্জের অধিকাংশ বালুমহালে ক্ষমতাসীন দলের ইজারাদার মিলে যে সিন্ডিকেট তৈরি করেছে তা মহাজোট বালুমহাল ইজারাদার নামে পরিচিত।
এদিকে মহাজোট সিন্ডিকেটের নেতৃত্ব ও কর্তৃত্ব করছে মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জ-গজারিয়া বালুমহালের ইজারাদার প্রতিষ্ঠান ভূঁইয়া এন্টারপ্রাইজ। এ প্রতিষ্ঠানের লোকজন চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেন বলহেড বোট মালিকরা। বালু ক্রেতা কার্গো মালিকরা তাদের পছন্দমতো বালুমহাল থেকে বালু কিনতে পারছেন না। চিকন বালুর পরিবর্তে বালুমহালের ইজারাদাররা মোটা বালু কার্গোতে তুলে
[ad#co-1]