মুন্সীগঞ্জে বোমা বানাতে গিয়ে ৫ জন আহত

মুন্সীগঞ্জ সদরের শিলই গ্রামে শুক্রবার রাতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে পাঁচজন রক্তাক্ত জখম হয়েছে। এর মধ্যে মানিক নামের এক যুবকের ডান হাতের কবজি উড়ে গেছে ও দুই চোখ নষ্ট হয়ে গেছে। বর্তমানে গুরুতর আহত মানিক পুলিশ হেফাজতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর আহতরা গ্রেফতার এড়াতে অন্যত্র গোপনে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

আহত মানিক জানায়, তার সাথে বোমা বানাতে আরো চার সহযোগী উপস্খিত থাকলেও তাদের নাম-পরিচয় সে জানে না।

জানা গেছে, শিলই গ্রামে বোমা বিস্ফোরণে মানিক আহত হলে তার সহযোগীরা তাকে শিলই গ্রাম থেকে তার চৈতারচর গ্রামের বাড়ির সামনে রেখে চলে যায়। গতকাল সকালে তার পরিবারের লোকজন রক্তাক্ত অবস্খায় তাকে উদ্ধার করে। পরে পুলিশি হেফাজতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

[ad#co-1]

Leave a Reply