মুন্সীগঞ্জ শহর ও শহরতলি গত শুক্রবার ১০ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। ওই সময় পানি সঙ্কট দেখা দেয়।
সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জে বিদ্যুতৎ চলে যায়। বিদ্যুৎ না থাকায় শহর ও শহরতলির মালোপাড়া, জগদ্ধাত্রীপাড়া, মানিকপুর, গোয়ালপাড়া, ইদ্রাকপুর, ইসলামপুর এমনকি মুন্সীগঞ্জ পৌরসভার পানি সরবরাহ কেন্দ্র জমিদার পাড়া এলাকায় পৌর কর্তৃপক্ষ পানি সরবরাহ করতে পারেনি। এতে ওইসব এলাকায় পানি সঙ্কট তীব্র আকার ধারণ করে। এ প্রসঙ্গে গতকাল মুন্সীগঞ্জ পলল্গীবিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, সঞ্চালন লাইন মেরামত করার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। তবে এলাকাবাসী অভিযোগ করেছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধের আগাম খবর প্রচার করা পল্লীবিদ্যুৎ অফিসের দায়িত্ব ছিল। তারা সে দায়িত্ব পালন করেনি। বিদ্যুৎ ও পানি সঙ্কটে শহরের ৫০ হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হন।
[ad#co-1]
Leave a Reply