মুন্সীগঞ্জের চরাঞ্চলের সরিষা ক্ষেত থেকে ১০টি তাজা বোমা উদ্ধার

জান্নাতুল ফেরদোসৗ ,মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরের শিলই গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে গতকাল সোমবার ১০ টি তাজা ককটেল বোমা উদ্বার করেছে পুলিশ। এ ঘটনায় শিলই এলাকায় আতংক বিরাজ করছে। সদর থানার সেকেন্ড অফিসার এস আই মনির হোসেন জানান, শিলই গ্রামের সরিষা ক্ষেতে ব্যাগে ভর্তি অবস্থায় কি যেন পড়ে আছে দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি রেকি করে উদ্ধার করলে এর ভেতর থেকে ১০ টি তাজা ককটেল বোমা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, চরাঞ্চলে নাশকতা সৃষ্টি করতে এই বোমা ব্যবহার করতে এগুলো এনেছিল। এছাড়া শনিবার রাতে শিলই গ্রামের কৃষি জমিতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরনে ৫ জন আহত হওয়ার সময় এগুলো তৈরী করা হতে পারে।

[ad#co-1]

Leave a Reply