মুন্সীগঞ্জের চরাঞ্চলের মোলল্গাকান্দিতে আ’লীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি ও বোমাবাজির ঘটনায় মঙ্গলবার পাল্টাপাল্টি অভিযোগ দাখিল করা হয়েছে সদর থানায়। দুটি অভিযোগেই আ’লীগের দু’গ্রুপ দোকান লুটপাট, বাড়িঘর ভাংচুরের কথা উলেল্গখ করেছে। মোলল্গাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রাম মঙ্গলবার পুলিশের ভয়ে পুরুষশূন্য হয়ে পড়ে। মুন্সীগঞ্জ জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি সদর উপজেলার চেয়ারম্যান আনিস-উজ-জামানের অনুসারী আ’লীগ সমর্থিত সাহাবুদ্দিনের লোকজনের ৫টি বাড়ি সোমবার দিবাগত রাতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ করা হয়। এতে তিনি নিজেই বাদী হয়ে প্রতিপক্ষ আনিসের বড় ভাই জেলা আ’লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদের অনুসারী জামালের লোকজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন।
Leave a Reply