মোহাম্মদ আব্দুস সালাম, মুন্সিগঞ্জ থেকে ::
টিআইবির অঙ্গ সংগঠন মুন্সীগঞ্জ সচেতন নাগরিক কমিটির(সনাক) কার্যালয়ে আজ বৃস্পতিবার নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। এই সভায় মানবাধিকার রক্ষায় সমন্বিতভাবে কাজ করায় অঙ্গীকারাবদ্ধ হয় ১৫টি প্রতিষ্ঠান। সনাক আহবায়ক খালেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখনে জেলা বিআরডিবির শাহজাহান মোলা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাকসুদুর রহমান, টিআইবির প্রোগ্রাম অফিসার সমাপিকা হালদার, এআই ডেস্কের আহবায়ক শহীদ-ই-হাসান তুহিন, সনাকের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাসিমা আক্তার, সনাক সদস্য অ্যাডভোকেট শাহীন মিজি, ব্যাক ব্যবস্থাপক মো. মোতাহার হুসেন, আশার ডিস্ট্রিক ম্যানেজার আল মামুন,বাংলাদেশ বাইন্ড মিশনের সম্পা সিকদার, পদক্ষেপ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসুদ ফকরী খোকন, মহিলা পরিষদের প্রোগ্্রাম অফিসার রিফাত বিনতে জিয়া, জেলা ক্লিনিক মালিক সমিতি সভাপতি এম.এ. কাদের মোলা, সুজনের(সদর) সদস্য-সচিব আলী আকবর মিলন, মানব উন্নয়ন সংস্থার মহাসচিব মো. হারুন-অর-রশিদ, পলী চিকিৎসা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী শাহনাজ আক্তার, বিএপিএস-এর ইনচার্জ ফারজানা আক্তার, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আমেনা বেগম, ইসি বাংলাদেশের প্রণব সাহা প্রমুখ।
ukbengali
[ad#co-1]
Leave a Reply