রাবেয়া খাতুন : বিন্দুতে সিল্পুব্দ দর্শন

না সি র আ হ মে দ
আমাদের সাহিত্যাঙ্গনের বরেণ্য দুই লেখকের জন্মদিন ২৭ ডিসেম্বর। শুধু দিন নয়, জন্মসালও অভিন্ন। ১৯৩৫। এ এক কাকতালীয় ব্যাপারই বটে। শুধু যে জন্মসাল আর জন্মদিন এক, তাও নয়_ দু’জনই আবার কথাসাহিত্যিক। স্বনামধন্য কথাসাহিত্যিক। বিস্ময়কর, দু’জনই এই বয়সেও তারুণ্যে দেদীপ্যমান। সৃজনশীলতায় বাঙময়। এই দুই গুণীর একজন সৈয়দ শামসুল হক আর একজন রাবেয়া খাতুন। তবে সৈয়দ শামসুল হককে শুধু কথাসাহিত্যিক বললে তার পরিচয় অপূর্ণ থেকে যায়। সাহিত্যের প্রায় সব শাখায় তার সিদ্ধি অতুলনীয়। যে কারণে ‘সাব্যসাচী’ অভিধা তার নামের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কিন্তু তাতে কি বোঝানো সম্ভব যে, পঞ্চাশ দশকের অন্যতম প্রধান কবিও তিনি? হ্যাঁ, যথার্থই তিনি আমাদের প্রধান কবি। কবি সৈয়দ শামসুল হককে আড়াল করে রেখেছে তার বহুমাত্রিক দ্যুতিময় সৃজনশীল কর্ম।

রাবেয়া খাতুনের ক্ষেত্র প্রধানত কথাসাহিত্য। ছোটগল্প, উপন্যাস তার মূল সৃজনভূমি হলেও এর সঙ্গে যুক্ত হয়েছে ভ্রমণের এক আলোকোজ্জ্বল বিশ্ব। আমাদের গদ্য সাহিত্যে গল্প-উপন্যাসের প্রাধান্য থাকলেও ভ্রমণ সাহিত্যের স্রোতটি দিন দিন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এসেছে। সে ক্ষেত্রে রাবেয়া খাতুনই সম্ভবত ব্যতিক্রম, যিনি কথাসাহিত্য রচনার পাশাপাশি প্রচুর ভ্রমণ কাহিনী লিখেছেন এবং এখনও নিয়মিত লিখছেন। সৃষ্টিশীল লেখক বলেই সাধারণের ভ্রমণ কাহিনীর চেয়ে তার ভ্রমণ কাহিনী অন্য রকম। বর্ণনার প্রসাদগুণে তাই পাঠকদের ভ্রমণ হয়ে যায় ইউরোপ, আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। তার গ্রন্থের সংখ্যা তার বয়সের চেয়েও বেশি, সেখানে এত ছোটগল্প, উপন্যাস, শিশুসাহিত্য, স্মৃতিকথার বিশাল ঝাপি একটুখানি উল্টালেই তো পূর্ণ হয়ে যায় এই সীমিত পরিসর। ভাবতে ভালো লাগছে যে, রাবেয়া খাতুনের সঙ্গে স্নেহ আর শ্রদ্ধার সম্পর্কের বয়স প্রায় তিন যুগের। তার অর্ধেকেরও বেশি বই পড়ার সুযোগ হয়েছে এই ঘনিষ্ঠতার সুবাদেও। কবি আহসান হাবীবের সহকারী হিসেবে ১৯৭৯ সাল থেকে অনেক দিন দৈনিক বাংলায় কর্মসূত্রেই কবির ঘনিষ্ঠ বন্ধু রাবেয়া খাতুনকে কাছ থেকে দেখা, জানা এবং পড়ার এই বাড়তি সুবিধাটুকু।

প্রথম উপন্যাস ‘মধুমতি’ থেকে শুরু করে ‘সাহেব বাজার’, ফেরারী সূর্য, মোহর আলী, নীল নিশীথ, ঘাতকরাত্রি, প্রথম বধ্যভূমি, বায়ান্ন গলির এক গলি, ই ভরা ভাদর মাহ ভাদর বিশেষভাবে মনে পড়ছে এ মুহূর্তে। কারণ এই উপন্যাসগুলোর বেশ কয়েকটির আলোচনাও করেছিলাম। আরও বহু উপন্যাস কখনও ঈদ সংখ্যায়, কখনও গ্রন্থাকারে পড়েছি। তাকে পড়তে পড়তে এই ভেবে বিস্ময় জেগেছে যে, একজন লেখক কীভাবে সময়ের সঙ্গে এভাবে নিজেকে উত্তীর্ণ করে নেন! তার বয়স বেড়েছে, কিন্তু বার্ধক্য সামান্যও স্পর্শ করেনি তার অনুভূতির জগৎকে। অথবা তিনিই তা হতে দেননি। তীক্ষষ্ট সমাজ আর পারিপার্শ্ব সম্পর্কে সচেতন অথচ রোমান্টিকতায় তিনি রয়ে গেছেন তার প্রথম উপন্যাস ‘মধুমতি’র নায়িকা উচ্চশিক্ষিতা তরুণী সেই মিনারার মনোজগতেই, যে তরুণী মধুমতি নদীর তীরবর্তী জনপদে মামার বাড়িতে শহর থেকে বেড়াতে গিয়ে দারিদ্র্যপীড়িত চন্দ্রবান আর সূর্যবানদের জন্য মমতায় আপ্লুত হয়, জোলা-তাঁতি সমাজের দারিদ্র্যপিষ্ট জীবনের ছবি প্রত্যক্ষ করে সমাজ নিরীক্ষকের নিষ্ঠায়। কিন্তু গ্রামীণ নিসর্গ, সৌন্দর্য আর নরনারীর অন্তরঙ্গ সূক্ষ্ম অনুভূতি তাকে আপ্লুত করে গভীর রোমান্টিক অনুভবে। এই মিনারা যেন আধুনিক রাবেয়া খাতুনেরই মনোজগতের প্রতিরূপ! পরবর্তী সময়ে তার বিভিন্ন উপন্যাসে আমরা এই মনোজাগতিক ছবি দেখি। কিন্তু তাই বলে বাস্তবের নির্মম সমাজচিত্র মোটেও এড়িয়ে যায় না তার দৃষ্টি। তিনি বিস্মৃত হন না সমাজ বিবর্তন আর ইতিহাসের বাঁক পরিবর্তনও। এমনকি ষাটের দশকে লেখা প্রখর ইতিহাস সচেতন রচনা ‘রাজারবাগ শালিমারবাগ’ও রোমান্টিকতাকে সহযাত্রী করেই ইতিহাসের উপাখ্যান চিত্রিত করেছে সফলভাবে। এমনকি পুরান ঢাকার সর্দারি আমলের ওপর ভিত্তি করে লেখা ‘বায়ান্ন গলির এক গলি’ কী অসাধারণ ব্যঞ্জনায় জীবন্ত করে তুলেছে। পুরান ঢাকার ভাষা-সংস্কৃতি আর অন্দরমহলের ছবি। নরনারীর আবেগ আর সমাজ বাস্তবতার এ এক চমৎকার শিল্পরূপ।

পুরান ঢাকা রাবেয়া খাতুনের একাধিক উপন্যাসে স্থানীয় ভাষা-সংস্কৃতিসহ সবকিছুই জীবন্ত। এর অবশ্য কারণও আছে। তার ছয় বছর বয়স থেকে পুরান ঢাকায় বসবাস শুরু। ফলে শৈশবের স্মৃতি কৈশোর ছুঁয়ে বিকশিত হয়েছে ওই এলাকা ঘিরে। যেভাবে দেখেছেন সমাজের দারিদ্র্যপীড়িত শ্রেণী, একইভাবে দেখার সুযোগ হয়েছে বনেদি শ্রেণীকেও। এই বাস্তবের দেখা আর অসম্ভব কল্পনাশক্তির মিশেলই বাস্তব রোমান্টিকতার এক মেলবন্ধন তার রচনা। তার আরেকটি উপন্যাসের কথাও এ প্রসঙ্গে বেশ মনে পড়ে। খুব সম্ভবত ১৯৭৮ অথবা ১৯৭৯ সালে সচিত্র সন্ধানীর ঈদ সংখ্যায় বেরিয়েছিল উপন্যাসটি_ নীল নিশীথ। মনে পড়ে এই দুঃসাহসিক রোমান্টিক প্রেমের উপন্যাসটি চাঞ্চল্য সৃষ্টি করেছিল সে সময়। সময়ের বিবর্তনে দ্রুত অগ্রসর আধুনিক তরুণ-তরুণীদের সম্পর্কের জটিলতা এবং জটিলতা যে কখনও কখনও তারুণ্যের নীতি জিজ্ঞাসাকেও পরাজিত করতে পারে, তা এ উপন্যাসে দেখা গেছে। বলা যায়, কথাশিল্পী হিসেবে তার এক ধাপ উত্তরণও ঘটেছে এ পর্যায়ে। নীল নিশীথের নায়ক উত্তম পুরুষে বলে যায় তার সব তৃষ্ণা, স্খলনসহ জীবনের দুর্দমনীয় অনিবার্য বাস্তবতার কথা। যে কোনো পাঠক বিস্ময়ে হয়তো স্বগতোক্তি করতেই পারে_ এ জীবন কি কোনো নারীর অনুভূতি এমন জীবন্তভাবে স্পর্শ করতে পারে! যেভাবে আমরা তার দু’এক বছর আগেই বিস্মিত হয়েছিলাম বিচিত্রার ঈদ সংখ্যায় রিজিয়া রহমানের সাড়া জাগানো উপন্যাস ‘রক্তের অক্ষরে’ পড়ে। পতিতা পল্লীর যে বিশ্বস্ত চিত্র সাহসী রিজিয়া রহমান এঁকেছিলেন, সেই রিজিয়া রহমানও মুগ্ধ বিস্ময় প্রকাশ করেছেন ‘নীল নিশীথ’ প্রসঙ্গে। এই যে তার ঐতিহ্যের ধারায় আধুনিকতার নবায়ন, কবিরাজ মোহর আলী থেকে নীল পর্যন্ত দূর প্রজন্ম কেমন একাকার হয়ে যায় এই নতুন বোধই তার হাতে জন্ম দিয়েছে ছায়ারমণী, সৌন্দর্য সংবাদ এবং ‘হৃদয়ের কাছের বিষয়’-এর মতো আরও সাম্প্রতিকতম উপন্যাস। এসব উপন্যাসে সময়ের সঙ্গে সঙ্গে অগ্রগামী তার চেতনাও। ফলে মনোজটিল এমন সব বিষয় পাই, যা তারুণ্যের উপলব্ধি ছাড়া রচনা অসম্ভব। আধুনিকতার ঔজ্জ্বল্যে দীপ্তিময় বলেই তিনি এখনও এ সময়ের স্টাইলের সঙ্গে আছেন। সেটা বিষয়ের দিক থেকে যেমন, ভাষার বিবেচনায়ও। মোহর আলীর অসমাপ্ত স্বপ্ন আর ভাষা নিয়ে তার রচনায় নতুন প্রজন্ম এগিয়ে যায় নতুন স্বপ্নে, নতুন ভাষ্যে।

আরেকটি প্রসঙ্গ খুব গুরুত্বের সঙ্গেই উল্লেখ করতে হবে রাবেয়া খাতুনের সৃজনশীলতার কথা বললে, তা হলো মহান মুক্তিযুদ্ধ। উপন্যাসে, গল্পে, শিশু-সাহিত্যে বারবার ঘুরেফিরে এসেছে আমাদের মুক্তিযুদ্ধ। তার ‘ফেয়ারী সূর্য’ যুদ্ধবিধ্বস্ত একাত্তরের নয় মাসের শ্বাসরুদ্ধকর দিনরাত্রির এক বিশ্বস্ত দলিল। ‘মুক্তিযোদ্ধার স্ত্রী’ গ্রন্থভুক্ত গল্পগুলোতেও তার এই দক্ষতার স্বাক্ষর পাই ভিন্ন আঙ্গিকে। ‘একাত্তরের নয় মাস’ তার আরেক বিশ্বস্ত দলিল। কী দুঃসহ রক্তস্নাত দিনরাত্রি পার হয়ে আমরা পেঁৗছেছি স্বাধীনতার উজ্জ্বল ভোরে, তার বিশ্বস্ত চিত্র এমন সংবেদনশীলতায় উৎকীর্ণ করেছেন তিনি, যা পাঠকের হৃদয় ছুঁয়ে যায়।

এর বাইরে আরেকটি জগৎ আছে রাবেয়া খাতুনের, সেটি হচ্ছে শিশু-কিশোর সাহিত্য। ছোটগল্প, উপন্যাস, জীবনীসহ নানা বিষয়ের লেখা আছে ছোটদের জন্য। সচেতন পাঠক সবিস্ময়ে লক্ষ্য করবেন ছোটদের লেখায় রাবেয়া খাতুনের ভাষা আরও প্রত্যক্ষ, আরও প্রাঞ্জল_ ঠিক শিশুর মনোজগৎ যে ভাষা চেনে, সেই ভাষাটাই বেছে নেন তিনি। বিশেষ করে দুঃসাহসিক অভিযান, সুমন ও মিঠুর গল্প, সুখী রাজার গল্প পড়লে বোঝা যায় শিশু মনস্তত্ত্ব কত নিবিড়ভাবে উপলব্ধি করেন তিনি। আনন্দদানের পাশাপাশি শিশুদের জন্য ইতিহাসের ঘটনাপ্রবাহ, মুক্তিযুদ্ধসহ বিচিত্র জ্ঞানভাণ্ডারও মেলে ধরেন কিশোরপাঠ্য রচনা তথা গল্প-উপন্যাস। তিতুমীরের বাঁশের কেল্লা, একাত্তরের নিশান, ঈশা খাঁ, লাল-সবুজ পথের মানুষ ইত্যাদি কিশোর উপন্যাসের কথা এ প্রসঙ্গে স্মরণে আসে।
রাবেয়া খাতুনের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে হয়তো তার সাহিত্য নিয়ে আলোচনাটাও ভারি হয়ে গেল। ইচ্ছা ছিল হালকাচালে এমন আনন্দঘন মুহূর্তে কিছু বলে তার প্রতি শ্রদ্ধা আর শুভেচ্ছা জানাব। কিন্তু তা হয়তো হলো না। কারণ তিনি এত বিস্মৃত পরিসরে নিজেকে নিবেদন করেছেন সাহিত্যে, এত নিষ্ঠার সঙ্গে এখনও অবিরল লিখে চলেছেন যে, তার প্রতি যথার্থ শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানানোটা তখনই যথার্থ হয়, যখন তার লেখা মনোযোগ দিয়ে পড়ার মতো অঙ্গীকার থাকে।

সাহিত্যিক হিসেবে, চার সফল সন্তানের জননী হিসেবে তিনি ঈর্ষণীয় সাফল্যের অধিকারী তার সমকালে। সাহিত্যে অবদানের জন্য একুশে পদক, বাংলা একাডেমীসহ বহু পুরস্কার-সম্মাননায়ও ভূষিত। কিন্তু আমার মনে হয়, সবচেয়ে বড় পুরস্কার পেয়েছেন তিনি তার পাঠকদের কাছ থেকে। সে পুরস্কার ভালোবাসা। সেই ভালোবাসাই তাকে এমন তারুণ্যে উজ্জ্বল করে রেখেছে। তার সমসাময়িক এবং তার পূর্ববর্তী লেখকদের কাছ থেকেও পেয়েছেন তনি সপ্রশংস স্বীকৃতি। এটা কম লেখকের ভাগ্যে জোটে। রাবেয়া খাতুনকে ৭০তম জন্মদিনে শামসুর রাহমান শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন : ‘আমরা সাধারণত লক্ষ করি, জীবনের এই প্রান্তে এসে অনেক লেখক-লেখিকাই কেমন থমকে যান, তাদের লেখনীতে ঘুণ ধরে যায়। কিন্তু সানন্দে লক্ষ করেছি, রাবেয়া খাতুন সেই ফাঁড়া কাটিয়ে এখনো তাঁর পাঠক-পাঠিকাকে খুশি রাখতে পারছেন। এটা ভাবলে ভুল হবে, রাবেয়া খাতুন শস্তা বই বাজারে ছেড়ে দিয়ে কিস্তিমাৎ করতে চান। না, তেমন মনোবৃত্তির লেখিকা তিনি নন। সত্যিকারের ভালো সাহিত্যের সেবাই তাঁর উদ্দেশ্য। …শুধু তাই নয়, কখনো-সখনো তাদের চিন্তার নতুন পথও খুলে যায়।’

রাবেয়া খাতুনের চিন্তার এই নতুন পথ নিরন্তর প্রসারিত হয়ে চলেছে। এ পথ শতবর্ষ পেরিয়ে যাক_ এই সশ্রদ্ধ শুভকামনায় ৭৫টি মোমের প্রজ্বলিত শিখায় উদ্ভাসিত হোক ২৭ ডিসেম্বর।

more details…

[ad#co-1]

Leave a Reply