মুন্সীগঞ্জ শহরের পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ থেকে মীরেশ্বরাই পর্যন্ত ধলেশ্বরী নদীর পাড়ে অবৈধভাবে দখলকরা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উচ্ছেদ অভিযানে নদীপাড়ে ৫ জনের দখলকরা ৭৪ শতাংশ জায়গা মুক্ত করা হয়। গোসাইবাগ এলাকার নদীর পড়ের ১৪ শতাংশ জায়গা দখল করেছিল আল-আমিন, বাগবাড়ি এলাকার নদীর পাড়ে ১৭ শতাংশ জায়গা দখল করেছিল মনির হোসেন, ১৫ শতাংশ দখল করেছিল মনিরুজ্জামান, ১২ শতাংশ ইকবাল ও ১৬ শতাংশ জায়গা দখল করেছিল মো. মাহিন খান। উচ্ছেদ অভিযানে ছিলেন এনডিসি সগীর হোসেন, এসি (ল্যান্ড) মাহাবুবুর রহমান, ওসি শহীদুল ইসলামসহ সদর থানার পুলিশ। দীর্ঘদিন ধরে তারা নদীর পাড়ের জায়গা দখল করে ইট-বালুর ব্যবসা করে আসছিল।
[ad#co-1]
Leave a Reply