কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ৭৫তম জন্মদিন আজ। ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর ঢাকা জেলার বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রথম গল্প ‘প্রশ্ন’ পূর্ব পাকিস্তানের প্রথম প্রগতিশীল সাপ্তাহিক ‘যুগের দাবি’তে ছাপা হয়। পুস্তকাকারে প্রকাশিত প্রথম উপন্যাস ‘মধুমতি’।
তিনি একসময় শিক্ষকতা করেছেন। সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘদিন। ইত্তেফাক, সিনেমা পত্রিকা ছাড়াও তার নিজস্ব সম্পাদনায় পঞ্চাশের দশকে বের হতো অঙ্গনা নামে একটি মহিলা মাসিক পত্রিকা। তার প্রকাশিত পুস্তকের সংখ্যা শতাধিক। এর মধ্যে রয়েছে উপন্যাস, গবেষণাধর্মী গ্রন্থ, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, কিশোর সাহিত্য, স্মৃতিকথা। রেডিও-টিভিতে প্রচারিত হয়েছে অসংখ্য নাটক, জীবন্তিকা ও সিরিজ নাটক। নির্মিত হয়েছে তার গল্পে কয়েকটি চলচ্চিত্র।
জন্মদিন উপলক্ষে অনন্যা প্রকাশনীর পক্ষ থেকে আজ শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে অধ্যাপক কবীর চৌধুরী অনূদিত রাবেয়া খাতুনের বিখ্যাত উপন্যাস ‘মধুমতি’র বর্ণাঢ্য প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।
[ad#co-1]
Leave a Reply