৮ বালুদসু্য আটক
দীর্ঘ ৭ দিন পরে মুন্সীগঞ্জের বালু মহালগুলোতে প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে। বালুদসু্যদের অরাজকতার বিরম্নদ্ধে বালুবহনকারী জাহাজ বালুগেট মালিক শ্রমিক সমিতি গত ১৮ ডিসেম্বর থেকে ধর্মঘট শুরম্ন করে। পরবর্তীতে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের প্রশাসনের যৌথ পদক্ষেপে আবার বালুকাটা নিয়মমাফিক শুরম্ন হয়। প্রশাসন নদী স্বাধীন ঘোষণা করে বালুদসু্য উচ্ছেদে কঠোর অভিযান শুরম্ন করেছে। শনিবার প্রথম দিনেই গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে ৮ বালুদসুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ করিম হোসেন (২৮), রশিদ (৩০), মোহাম্মদ জুয়েল (২৮), মোঃ রম্নবেল হোসেন (২২), আশরাফ উদ্দিন (২৫), রেনু মিয়া (২৪), মোঃ নেসার উদ্দিন (২৫), কুদ্দুস হাওলাদার (২৮)।
বালুগেট শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, প্রশাসনের এই সাহসিকতায় সুষ্ঠুভাবে মালিক-শ্রমিকসহ সর্বমহলের অধিকার সংরক্ষিত হবে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন জানান, যত প্রভাবশালীই হোক কোন অন্যায় বরদাসত্ম করা হবে না। যে কোন মূল্যে ন্যায় প্রতিষ্ঠায় নদীসহ সবক্ষেত্রে সর্বাত্মক প্রচেষ্টা প্রশাসন চালাবে।
[ad#co-1]
Leave a Reply