জয়নুল আবেদীন
যুদ্ধাপরাধীর যত দ্রুত বিচার করা যায় তত দ্রুত আমরা শহীদদের রক্তঋণ শোধ করতে পারি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২০০৮ সালের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম শর্ত ছিল যুদ্ধাপরাধীর বিচার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর ১ জানুয়ারি ২০০৯ মহাজোটের প্রথম জনাকীর্ণ সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীর বিচারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। গত ১৫ ডিসেম্বর একটি বহুল প্রচারিত পত্রিকার শিরোনামে দেখি যুদ্ধাপরাধের বিচার এখনই হচ্ছে না। শোনা যাচ্ছে যুদ্ধাপরাধের মতো বড় ধরনের বিচারের অভিজ্ঞতা সরকারের নেই, তাই প্রস্তুতি ও আইনজীবীদের প্রশিক্ষণ প্রয়োজন। বঙ্গবন্ধু হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের মতো আলোড়ন সৃষ্টিকারী ঘটনা সত্ত্বেও যুদ্ধাপরাধের বিচারের প্রস্তুতি শুরু করা যেত। আমাদের ভয় হচ্ছে এই সরকারের মেয়াদে যুদ্ধাপরাধের বিচার শেষ হবে না ঝুলে থাকবে। হিটলারের নাৎসি বাহিনীর বর্বরদের বিচার প্রক্রিয়ার প্রস্তুতিপর্বে সময় লেগেছিল ১০ মাস এবং বিচার প্রক্রিয়া শেষ করতে সময় লাগে সাড়ে চার বছর। মুক্তিযোদ্ধাদের অধিকাংশের বয়স ৬০ থেকে ৭০ কিংবা কারোর বয়স ৮০ পর্যন্ত গড়িয়েছে। ইতোমধ্যে আমাদের অনেক সহযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। বিচারকার্যের বেশি দেরি হলে প্রত্যক্ষ সাক্ষীদের অধিকাংশ চিরতরে হারিয়ে যাবেন। ঞযব এবহবাধ ঈড়হাবহঃরড়হ ধপঃ ১৯৫৭ অনুযায়ী যে কোন দেশের যুদ্ধাপরাধীদের বিচার করার এখতিয়ার ব্রিটিশ সরকারের রয়েছে। ১৯৯৫ সালে ইংল্যান্ডের টুয়েন্টি টুয়েন্টি টেলিভিশনের একটি চিত্রনির্মাতা প্রতিষ্ঠান লন্ডনে অবস্থানরত অভিযুক্ত তিন যুদ্ধাপরাধী চৌধুরী মঈন উদ্দিন, আবু সাঈদ এবং লুৎফর রহমান কর্তৃক সংঘটিত যুদ্ধাপরাধ সম্পর্কে ‘ওয়ার ক্রাইমস ফাইল’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করে। ব্রিটেনের মেট্রোপুলিশ ইন্সপেক্টর ম্যাকডারমেট জানান, ১৯৯৫ সালের মে মাসে চ্যানেল-৪-এর ডেভিড লয়েসের কাছ থেকে তারা চৌধুরী মঈন উদ্দিনসহ তিন যুদ্ধাপরাধীর অপরাধ সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে কারণ ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচারের প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং প্রয়োজনে এর জন্য যাবতীয় তথ্যাদি দিয়ে সরকারকে তারা সাহায্য করবে। রমনা থানায় মঈন উদ্দিন ও আশরাফুজ্জামানসহ সাতজন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তা যুদ্ধাপরাধের সম্পূর্ণ ধারাগুলো সংযোজিত হয়েছে কি না তা দেখা দরকার। কিন্তু চারদলীয় জোট ক্ষমতায় আসার পর সচিবালয় থেকে বেশ কিছু মামলা সংক্রান্ত নথিপত্র খোয়া গেছে বলে শোনা যাচ্ছে। যাই হোক, যুদ্ধপরাধের বিচার শুরু হলে যুদ্ধাপরাধীর বিরুদ্ধে সাক্ষীর অভাব হবে না। বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা ও নিরীহ বাঙালি হত্যাকারীদের প্রধান পরিকল্পনাকারী রাও ফরমান আলী তার স্মৃতিকথায় লিখেছে, ছোটবেলা থেকে সে শুনেছে বাঙালি তিন প্রকারের। বাবু বাঙালি, জাদু বাঙালি ও ভুয়া বাঙালি। সুপ্রাচীনকাল থেকে সভ্য ঐতিহ্যবাহী বাঙালি সম্পর্কে এমন অবস্থা ও কটূক্তিপূর্ণ উক্তি করা নির্বোধ পাকিস্তানি জেনারেলের পক্ষেই সম্ভব। রাও ফরমান আলী, জেনারেল জামশেদ, জেনারেল নিয়াজী ওই ত্রয়ী পাকিস্তানি বর্বর কসাই জেনারেলরা মনে করত পশ্চিম পাকিস্তানের সব বন্ধুরা চলে গেছে ইন্ডিয়ায় কিন্তু পূর্ব পাকিস্তানের অধিকাংশ হিন্দু রয়ে গেছে। এবং এদেশের অধিকাংশ শিক্ষক, ডাক্তার ও ইঞ্জিনিয়ার প্রভৃতি পেশার হিন্দু সম্প্রদায় তাদের ছাত্রদের ও তাদের পেশার বন্ধুদের প্রভাবিত করেছে। সুতরাং পাকিস্তানকে পাক পবিত্র করতে তাদের খতম করে হিন্দুয়ানী প্রভাব বন্ধ করতে কিলিং মিশন শুরু করতে হবে। তাই তারা ২৫ মার্চ সেই ভয়াল রাত থেকে অপারেশন সার্চলাইট নামক লোমহর্ষক ও বর্বর হত্যাকা- চালায় এবং রাজাকার, আলবদর ও আলশামস নামক জল্লাদ বাহিনীকে অস্ত্রসজ্জিত করে বিপুল পরিমাণে পাবলিক গাড়ি সরবরাহ করে। ডিসেম্বর থেকে বুদ্ধিজীবী হত্যাকা-ের চূড়ান্ত আঘাত শুরু করে। মুক্তিযুদ্ধের পর সোভিয়েত সংবাদ সংস্থা তাদের তদন্তে এবং স্যামুয়েল টটেন সম্পাদিত ‘ইন সেঞ্চুরি অফ জেনোসাইড’ গ্রন্থে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা ৩০ লাখ বলা হয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিক ও কম্পনটস এনসাইক্লোপিডিয়ায়ও ৩০ লাখ শহীদের কথা বলা হয়েছে। সে সময় ঢাকায় অবস্থানরত ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিংয়ের মতে, ‘৭১-এর মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ। ‘৭২-এর জানুয়ারিতে নির্যাতিত নারীদের চিকিৎসা দিতে আসা ঢাকায় অবস্থানরত রেডক্রসের চিকিৎসক অস্ট্রেলিয়ার ডা. জিওফ্রে ডেভিসের মতে, নির্যাতিত নারীদের সংখ্যা ৪ লাখেরও বেশি। এই করুণ ইতিহাসের অবতারণা করলাম এজন্য যে, যুদ্ধাপরাধী ঘাতক-দালালদের অপপ্রচারে অনেকে বিভ্রান্ত হন। এমনকি দুই একজন খেতাবধারী মুক্তিযোদ্ধাও বিভ্রান্ত।
কিছু মৌলবাদী ও বিএনপিপন্থি বুদ্ধিজীবী নামক জ্ঞানপাপী বলেন, এতদিন পর জাতিকে আবার বিভক্ত করা কেন? এটা তো পরিষ্কার হয়ে গেছে, মুক্তিযুদ্ধবিরোধী সংখ্যালঘুরা পুনরায় রাজনীতি করার সুবিধা পেয়ে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে। দেরি হলেও যুদ্ধাপরাধের মতো জঘন্য অপরাধ তামাদি হয়ে যায় না। দ্বিতীয় মহাযুদ্ধের ৬৪ বছর পরও হিটলার বাহিনীর কলাবরেটরদের হন্যে হয়ে খোঁজা হচ্ছে এবং কারও কারও মরণোত্তর বিচার হয়েছে। কয়েকদিন আগে ৮৯ বছর বয়সী এক নাৎসি অপরাধী ধরা পড়েছে এবং তাকে বিচারের সম্মুখীন করা হয়েছে। যুদ্ধাপরাধের বিচারের জন্য নতুন করে জনমত সংগ্রহের প্রয়োজন নেই। যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কারও নেই। এই সরকার যুদ্ধাপরাধের বিচারের ম্যান্ডেট গণরায়ের মাধ্যমে পেয়েছে। যুদ্ধাপরাধের বিচারে যত দেরি হবে অপরাধীরা ততই যড়যন্ত্র করতে থাকবে।
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সমগ্র জাতি যখন সোচ্চার তখন হ্যামিলনের বাঁশিওয়ালা শহীদ জননী জাহানারা ইমামের কথা উল্লেখ না করে পারছি না। ১৯৯২ সালে খালেদা জিয়া যখন প্রথমবারের মতো ক্ষমতায় তখন আওয়ামী লীগের আন্দোলনে যাওয়ার মতো অবস্থা ছিল না। তখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এগিয়ে এলেন শহীদ জননী জাহানারা ইমাম। ১৯৯২ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জাহানারা ইমামের সভাপতিত্বে যুদ্ধাপরাধী গোলাম আযম গংয়ের গণআদালতে প্রতীকী বিচার শুরু হলো। ১৪৪ ধারা ভঙ্গ করে ব্যারিকেড ভেঙে রেসকোর্সে ঢোকার দেয়াল ভেঙে ৫ লক্ষাধিক মানুষের সঙ্গে আমরা জাহানারা ইমামের কর্মীরা উপস্থিত হলাম। শেখ হাসিনা শহীদ জননী জাহানারা ইমামের বুকে মাথা রেখে শপথ করেছিলেন তিনি ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীর বিচার করবেন। পাশে উপস্থিত ছিলেন কবি সুফিয়া কামাল, কবীর চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান সাংবাদিক ফয়েজ আহমেদ প্রমুখ। শেখ হাসিনা ১৬/৪/৯২ ইং পার্লামেন্টে বিরোধীদলীয় নেত্রী হিসেবে পাকিস্তানি নাগরিক যুদ্ধাপরাধী গোলাম আযমের বিচারের জন্য গণরায় মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। কিন্তু ক্ষমতায় গিয়ে যুদ্ধাপরাধীর বিচার করেননি। শেখ হাসিনা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক করার লক্ষ্যে সন্ত্রাস দমনের ওপর জোর দিয়েছেন।
মৌলবাদীদের ১২৫টির মতো সন্ত্রাসী ছোট-বড় দল ও বাহিনী রয়েছে এবং এদের গডফাদার হচ্ছে যুদ্ধাপরাধীরা। সুতরাং যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে যেমন শহীদদের রক্তের ঋণ কিছুটা হলেও পরিশোধ করা হবে এবং সন্ত্রাস দমনের মধ্য দিয়ে সন্ত্রাসী গ্রুপগুলোর অস্তিত্ব বিপন্ন হবে। এছাড়া জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারে সরকার দায়বদ্ধ। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের চতুর্থ ধারায় বলা হয়েছে, ‘যুদ্ধরত উভয় পক্ষই মানবতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনপূর্বক নিচের কর্মকা- থেকে বিরত থাকবে। তা হচ্ছে যথাক্রমে_ হত্যা, নির্যাতন, অপমানজনক শাস্তি, শারীরিক বা মানসিক নিপীড়ন, জোরপূর্বক বেশ্যাবৃত্তি, যৌন নিপীড়ন ইত্যাদি। ২৭নং অনুচ্ছেদে সাধারণ নিরীহ জনগণ ও বিশেষ করে নারীদের চৎড়ঃবপঃবফ চবৎংড়হ হিসেবে গণ্য করা হয়েছে এবং নারীদের প্রতি অশোভন আচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। ১৯৭৩ সালের ২০ জুলাই পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে (ঞযব ওহঃবৎহধঃরড়হধষ ঈৎরসবং ইরষষ ১৯৭৩) পাস হয়। এই আইনে পাকিস্তানি সামরিক জান্তার সহযোগী রাজাকার, আলবদর ও আলশামসদের বিচার করা সম্ভব। কেননা এই আইনে সামরিক জান্তার সহযোগী বাহিনী অবশ্যই বাস্তবতা ও আইনগত দিক থেকে পাকিস্তানের অঁীরষষরধৎু ভড়ৎপব-এর অন্তর্ভুক্ত হবে। ১৯৭১ সালে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গেজেট (ঘড় ৪৮৫২/৫৮৩/চং/নু/৩৬৫৯/উ২অ) নোটিফিকেশনের মাধ্যমে রাজাকার বাহিনীকে সরাসরি পাকিস্তান সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়। তৎকালীন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর এই আইন সংসদে উত্থাপনকালে যুদ্ধাপরাধীদের বিচারে আমাদের দায়বদ্ধতার কথা বলেছেন। জেনেভা কনভেনশনে উলি্লখিত মানবতাবিরোধী এমন কোন ধারা নেই যা পাকিস্তান বাহিনী ও তাদের এদেশীয় সহযোগীরা প্রয়োগ করেনি। এই যুদ্ধাপরাধীরা শুধু বাংলাদেশের শত্রু নয়, তারা মানবতার শত্রু। তাই তাদের বিচার করা উচিত বিশ্ব সভ্যতার মূল্যবোধের খাতিরে। মনুষ্যত্বের বিরুদ্ধে অপরাধকে যদি আমরা মেনে নেই তাহলে সমাজ খুনিদের সমাজ হয়ে উঠবে। ওয়ার ক্রাইমস ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সেক্টরস কমান্ডারস ফোরাম যুদ্ধাপরাধীদের অনেক তথ্য সংগ্রহ করেছেন। এছাড়া এখনও বহু জীবিত মুক্তিযোদ্ধা ও নির্যাতিত ব্যক্তি সাক্ষ্য দেয়ার জন্য তৈরি আছেন। যুদ্ধাপরাধীর বিচারের জন্য খুব দ্রুত তদন্ত কমিশন ও ট্রাইব্যুনাল গঠনের কাজটা শুরু করতে হবে। ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধী সৈন্যকে বিচারের আওতায় আনতে হলে সরকারের পক্ষ থেকে পার্লামেন্টের সিদ্ধান্তক্রমে জাতিসংঘের সাহায্য চাইতে হবে। তবে দেশীয় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতিসংঘের সহায়তার কোন প্রয়োজন নেই। দেশীয় আইনই যথেষ্ট। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুরোধ, ক্ষমতা গ্রহণের এক বছর পার হয়েছে। শহীদ জননী জাহানারা ইমমাকে দেয়া প্রতিশ্রুতি, আন্তর্জাতিক দায়বদ্ধতা ও লাখো শহীদের রক্তঋণ পরিশোধের সুযোগ হারাবেন না। জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে প্রকাশ্যে কেউ যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করবে না। যুদ্ধকালীন পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রকে এখন পাশে পাওয়া যাবে। পৃথিবী অনেক পাল্টে গেছে। এখন সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণের পালা। বুদ্ধিজীবী হত্যাকারী, ৩০ লাখ নিরীহ বাঙালি হত্যার সহায়তাকারী যারা ৪ লাখ মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে সেই পাক বর্বর বাহিনীর দোসর গোলাম আযম, নিজামী ও মুজাহিদদের সংবিধান লংঘন করে যারা রাজনৈতিক অধিকার দিয়েছে তাদেরও বাংলার মাটিতে বিচার হতে হবে। আমাদের বিশিষ্ট আইনজীবীরা যারা ‘৭২-এর সংবিধানের মতো একটি উৎকৃষ্ট ও অতুলনীয় সংবিধান রচনা করেছেন তাদের প্রতি আমাদের বিশ্বাস আছে এবং তাদের যুদ্ধাপরাধীদের বিচারকার্য পরিচালনায় বিদেশে নতুন করে ট্রেনিং দিয়ে কালক্ষেপণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী ও তার সরকারের কাছে আমাদের অনুরোধ আর কালক্ষেপণ নয়, অবিলম্বে যুদ্ধাপরাধী ঘাতকদের বিচারকার্য শুরু করুন। ১ কোটি ২০ লাখ নতুন ভোটার ও মুক্তিযোদ্ধারা ত্বরিত বিচার প্রত্যাশী। আপনাদের সরকারের আমলেই ঘাতকদের বিচার শেষ করুন, নইলে ওই ভোটব্যাংক সিদ্ধান্ত পাল্টাবে।
লেখক: শিক্ষাবিদ ও যুদ্ধকালীন ওয়ার করোসপন্ডেন্ট
[ad#co-1]
Leave a Reply