বাংলাদেশে চলচ্চিত্রের পথিকৃৎ আবদুল জব্বার খান

আবদুল জব্বার খান। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের পথিকৃত। এদেশের চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাসে তার নাম চিরস্মরণীয়। তিনি ছিলেন একধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা; ১৯৭১ সালে সংগঠিত মুজিবনগর সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগের প্রধান এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উপদেষ্টা। ১৯৫৬ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম সবাক ছবি, ‘মুখ ও মুখোশ’ নির্মাণ করে চলচ্চিত্র শিল্পে এক নতুন ইতিহাসের সূচনা করেন। আগামীকাল ২৯ ডিসেম্বর। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের পথিকৃত আবদুল জব্বার খানের ১৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৩ সালের এদিনে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

আবদুল জব্বার খান ১৯১৬ সালের ২১ এপ্রিল বিক্রমপুরের লৌহজং থানার উত্তর মশদগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোহাম্মদ জমশেদ খান ছিলেন একজন ব্যবসায়ী। বাবার ব্যবসার সুবাদে জব্বার খানের শৈশব কাটে আসামে। ছাত্রাবস্থায় তিনি নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন এবং নানা নাটকে অভিনয় করতে থাকেন। এসময় তিনি পরিচিত হন উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র শিল্পী প্রমথেশ বড় য়ার সঙ্গে। কলকাতায় গেলে তিনি তাঁর বাসায় থাকতেন। এভাবেই তিনি প্রমথেশ বড় য়ার ‘মুক্তি’ ছবিতে অভিনয়ের সুযোগ পান। এরপর পিতার নির্দেশে চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তবে অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি।

১৯৪১ সালে জব্বার খান আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডেপ্লোমা লাভ করেন এবং চাকরিতে যোগ দেন। ১৯৪৯ সালে ঢাকায় স্থায়ীভাবে চলে আসেন। সংগঠিত করেন কমলাপুর ড্রামাটিক থিয়েটার। সে সময় তাঁর সাড়া জাগানো নাটক ‘টিপু সুলতান’। এরপর ড্রামাটিক এসোসিয়েশনের সাহায্যে স্বরচিত আলীবর্দীখাঁ, ঈশা খাঁ, জাগো দেশ, প্রতিজ্ঞা এবং ডাকাত নাটক মঞ্চস্থ করেন। তিনি এসব নাটকে পরিচালনা ও অভিনয়ের দায়িত্ব পালন করেন। নাটকের সফল মঞ্চায়নের ধারাবাহিক বাস্তবতাই প্রকৃতপক্ষে এদেশের প্রথম নির্মিত সবাক ছবি ‘মুখ ও মুখোশ’-এর সৃষ্টি।

আবদুল জব্বার খান ১৯৫৬ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম সবাক ছবি ‘মুখ ও মুখোশ’ নির্মাণ করে চলচ্চিত্র শিল্পে সূচনা করেন এক নতুন ইতিহাসের। সে সময়কার সচেতন নাট্যকর্মী ও নাট্যকার আবদুল জব্বার খান চলচ্চিত্র তৈরির চ্যালেঞ্জ দিয়েছিলেন অবাঙ্গালি চিত্র ব্যবসায়ীদের প্রতি। তিনি অনেক বাধা-বিপত্তি পেরিয়ে, চিত্র-ব্যবসায়ীদের সকল-ভ্রুকুটি উপেক্ষ করে, স্টুডিওহীন, ল্যাবরেটরিহীন পরিবেশে জব্বার খান তৈরি করেন ‘মুখ ও মুখোশ’। ছবির পাত্র-পাত্রী নির্বাচন করা হয় তৎকালীন ঢাকার মঞ্চ থেকে। তিনি নিজেই হন এটির নায়ক আর নায়িকা হন পূর্ণিমা সেনগুপ্তা। ১৯৫৬ সালের ৩ আগস্ট তারিখে ‘মুখ ও মুখোশ’ মুক্তি পায় ঢাকার রূপমহল প্রেক্ষাগৃহে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তখনকার প্রাদেশিক গভর্নর শেরে বাংলা একে ফজলুল হক। সেই থেকে শুরু হয় এদেশের চলচ্চিত্র শিল্পের অভিযাত্রা।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে তিনি মুজিবনগর সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগের প্রধান এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উপদেষ্টা হিসেবে কাজ করেন। তিনি পপুলার স্টুডিওর অন্যতম অংশীদার ছিলেন। চলচ্চিত্র প্রদর্শন ও পরিবেশনের সঙ্গে জড়িত ছিলেন অনেকদিন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জুরি বোর্ড, অনুদান কমিটি, সেন্সর বোর্ড, ফিল্ম ইনস্টিটিউট এন্ড আর্কাইভের তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

পুরস্কার ও সম্মাননা: আবদুল জব্বার খান অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। পুরস্কারের মধ্যে রয়েছে ১৯৭৬ সালে বাচসাস-এর বিশেষ সম্মাননা, ১৯৮৩ সালে এফডিসির রজত জয়ন্তী পদক, ১৯৮৪ সালে হীরালাল সেন স্মৃতি সংসদ পদক প্রভৃতি।

আবদুল আলীম রিপন

[ad#co-1]

Leave a Reply