জান্নাতুল ফেরদোসৗ, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অবস্থান ধর্মঘট করে স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন। ইউনিয়নের জেলার সভাপতি আনসারউদ্দিনের নেতৃত্বে চতুর্থ শ্রেণীর কর্মচারীর স্কেলে বেতন ভাতা বাড়ানোর দাবীতে এই অবস্থান ধর্মঘট করা হয়। মুন্সীগঞ্জের প্রতিটি উপজেলায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা রোববার সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান ধর্মঘট করে। এ সময় তাদের নেতৃবৃন্দ দাবী আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দাখিল করে।
Leave a Reply