কাজী দীপু, মুন্সীগঞ্জ: সরকারি বিভিন্ন দপ্তরের টেন্ডারের সিডিউল দাখিল নিয়ে মুন্সীগঞ্জে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। টেন্ডারের ভাগবাটোয়ারা নিয়ে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। গতকাল মুন্সীগঞ্জ পৌরসভায় রাস্তা ও ড্রেনেজ কাজের, এলজিইডির আওতাধীন গজারিয়ার একটি ব্রিজের এবং ত্রাণ ও পুনর্বাসন বিভাগের অপর একটি ব্রিজের টেন্ডারের সিডিউল দাখিল নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনায় উত্তেজনা লক্ষ্য করা গেছে। জানা গেছে, গতকাল মুন্সীগঞ্জ পৌরসভায় রাস্তা ও ড্রেনেজ কাজের সিডিউল দাখিলের শেষ দিনে হট্রগোল হয়েছে। এলজিইডির আওতাধীন গজারিয়ার একটি ব্রিজের সিডিউল দাখিল নিয়েও তাদের মধ্যে মধ্যে মনোমানিল্য হওয়ায় উত্তেজনা দেখা দেয়। এছাড়া ত্রাণ ও পুনর্বাসন সদর উপজেলা পরিষদ কার্যালয়ে উভয় পক্ষই সিডিউল দাখিল করেন।
এদিকে মুন্সীগঞ্জ পুলিশ ও গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের কর্মকর্তারা বর্তমান পরিস্থিতির কথা স্বীকার করেছেন।
[ad#co-1]
Leave a Reply