অর্ধশতাধিক শিল্প কারখানার উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম ঃ গৃহিনীরা পড়ছে বিপাকে
জান্নাতুল ফেরদোসৗ ,মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে সর্বত্র গ্যাস সংকট তীব্র আকারে ধারন করেছে। অর্ধশতাধিক গ্যাস চালিত শিল্প কারখানা বন্ধ হওয়ার উপক্রম। বাসাবাড়িতে সারাদিন গ্যাসের দেখা পাওয়া যায় না, ফলে রান্নাবান্না সহ নানাবিদ সমস্যায় পড়তে হয় গৃহিনীদের এছাড়া অতিথি আসলে তাদের আপ্যায়নের চিন্তায় দিশেহারা সকলে। এছাড়া শিল্পকারখানার মালিকরা পড়েছে মহা বিপাকে।
ব্যবসায়ীরা জানান, জেলার শিল্পাঞ্চল মুক্তারপুরে গ্যাসচালিত অধিকাংশ শিল্পকারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর মধ্যে ৩৭ টি শিল্প কারখানা রয়েছে গ্যাস চালিত। এখানে এক কোটি ঘনফুট চাহিদার বিপরীতে মাত্র ২০/২৫ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছে । গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে বিদ্যূতের উপর নির্ভর এখানকার সিমেন্ট ফ্যাক্টরী সহ অন্যান্য ইন্ডাস্ট্রি গুলো টিকে আছে। সূত্র জানায়, প্রায় ৮ হাজার অভ্যন্তরিন সংযোগ রয়েছে মুন্সীগঞ্জ শহর ও আশপাশ এলাকায়। এদিকে শহরের বিভিন্ন পাড়া মহল্লায় বাসাবাড়িগুলোতে গ্যাসের অভাবে চুলো জ্বলাতে পারছে না। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে গৃহিনীদের। ভবন গুলিতে লাকড়ির চুলা ব্যবহারে বিধি নিষেধ থাকায় অতিরিক্ত টাকা খরচ করে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে ফলে প্রতিটি পরিবারের আর্থিক খরচ বৃদ্ধি পাচ্ছে। হিমশিম খাচ্ছে সামান্য বেতনের চাকুরীজীবিরা।
জানাযায়, বিদ্যুত কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়িয়ে দেয়া ও নারায়নগঞ্জে অনেক বেশি চাহিদা থাকায় ৮ ইঞ্চি ব্যসের পাইপ দিয়ে মুন্সীগঞ্জে গ্যাস আসেনা বল্লেই চলে। গ্যাস সংকট প্রসঙ্গে তিতাস গ্যাসের ব্যাবস্থাপক জানায়, মুন্সীগঞ্জে সংযোগ পাইপ ৮ ইঞ্চি সরু হওযার এবং প্রয়োজনের তুলনায় গ্যাসের সরবরাহ চাপ কম হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রায় ৬৩ লাখ টাকা ব্যয়ে নারায়নগঞ্জের পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত ৭ কিলোমিটার ১২ ইঞ্চি প্যারালাল গ্যাস নতুন পাইপ লাইন স্থাপনের কাজ চলছে। এ কাজ শেষ হলে গ্যাসের সরবরাহ কিছুটা বাড়লেও সার্বক্ষনিক গ্যাস পাওয়া যাবে বলে মনে হয়না।
[ad#co-1]
Leave a Reply