তীব্র গ্যাস সংকটে আন্দোলনের পথে মুন্সীগঞ্জবাসী

কাজী দীপু হ মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জে তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে আন্দোলনের পরিকল্পনা করছে মুন্সীগঞ্জবাসী। দু-একদিনের মধ্যে মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। জানা গেছে, গ্যাস সংকটে অর্ধশতাধিক শিল্পকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া বাসাবাড়িতেও গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে শিল্পকারখানার মালিক ও গৃহিণীরা পড়েছেন বিপাকে। অভিযোগে জানা যায়, প্রায় দুমাস ধরে মুন্সীগঞ্জে গ্যাস সংকট দেখা দিলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। ব্যবসায়ীরা জানান, জেলার শিল্পাঞ্চল মুক্তারপুরে গ্যাসচালিত অধিকাংশ শিল্পকারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। সেখানকার ৩৭টি শিল্পকারখানা গ্যাসচালিত। এখানে এক কোটি ঘনফুট চাহিদার বিপরীতে মাত্র ২০/২৫ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছে। সূত্র জানায়, মুন্সীগঞ্জ শহর ও আশপাশ এলাকায় প্রায় ৮ হাজার অভ্যন্তরীণ গ্যাস সংযোগ রয়েছে। কিন্তু দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় গৃহিণীরা রান্নার কাজে লাকড়ি ব্যবহার করতে বাধ্য হচ্ছে। গ্যাস সংকট প্রসঙ্গে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সংযোগ পাইপ সরু হওয়ায় ও প্রয়োজনের তুলনায় সরবরাহচাপ কম হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। শিগগির নতুন পাইপ লাইন চালু করা হবে। তখন সার্বক্ষণিক গ্যাস পাওয়া যাবে বলে দাবি করেন তিনি।

[ad#co-1]

Leave a Reply