লৌহজং উপজেলার হলদিয়া উচ্চ বিদ্যালয়ের রাসত্মা কেটে ফেলে জনতার রোষানলে পড়ে অবশেষে তা ভরাট করে দিতে হয়েছে এক প্রভাবশালীকে। শুক্রবার সকালে স্থানীয় প্রভাবশালী নুর ইসলাম বেপারী তার বাড়ির পাশ দিয়ে যাওয়া হলদিয়া উচ্চ বিদ্যালয়ের পেছনের দিকের উত্তর-দেিণর রাসত্মাটি নিজের বলে দাবি করে তা কেটে ফেলতে শুরম্ন করে। এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আতাউর রহমান মৃধা খোকন , সদস্য নাসির উদ্দিন ও আবুল বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাসত্মাটি না কাটার অনুরোধ করলেও তা উপো করে রাসত্মা কাটার কাজ চালিয়ে যায় সে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোক এসে নূর ইসলাম বেপারীকে ধাওয়া করে তার বাড়িতে ২ ঘণ্টা অবরম্নদ্ধ করে রাখে।
জনতার রোষানল তীব্র আকার ধারণ করলে খবর পেয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুর রহমান হাবিব ও ওসি মোঃ হেলাল এসে পরিস্থিতি শানত্ম করে। এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদ, প্রশাসন ও নুর ইসলাম বেপারীর সাথে বৈঠক শেষে রাসত্মাটি ভরাট করে দিলে জনতা শানত্ম হয়ে ফিরে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুর রহমান হাবিব জানিয়েছেন, অন্যায়ভাবে যেহেতু রাসত্মা কেটে ফেলা হয়, তাই জনস্বার্থে এটি ভরাটের ব্যবস্থা করা হয়েছে। নুরম্নল ইসলাম বেপারীর দাবি_ এই রাসত্মার জায়গাটি তার।
[ad#co-1]
Leave a Reply