টোকিওতে সাংবাদিক মনজুরুল হককে সংবর্ধনা

সজল বড়ুয়া
মনজুরুল হক, একজন লেখক, সাংবাদিক ও শিক্ষক যিনি বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম-জাপান এর সম্মানিত উপদেষ্টা হিসেবে বিগত এক দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন, একই সাথে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর জাপান প্রতিনিধি হিসেবেও তাঁর রয়েছে বিশেষ অবদান। অন্যদিকে, জাপানের সরকারি প্রচার মাধ্যম এন,এইচ,কে বেতারের বাংলা বিভাগে উর্ধ্বতন অনুষ্ঠান উপস্থাপক ও ভাষ্যকার হিসেবেও দীর্ঘদিন কর্মরত অভিজ্ঞ এই সাংবাদিক, গেল ২৬ জুন, ’০৯

টোকিওর ‘ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ জাপান’ এর ২০০৯-২০১০ এর কার্যকরী পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্কিন সাময়িকী ‘ফর্বস’ এর টোকিও ব্যুরো প্রধান যুক্তরাষ্ট্রের টিম কেলিকে ৬৮ ভোটে পরাজিত করে, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের এই প্রেসক্লাবের ইতিহাসে প্রথম একজন বাংলাদেশের নাগরিক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে, প্রবাসে বিরল রেকর্ড সৃষ্টি করেছেন।

লেখক ও অনুবাদক মনজুরুল হকের এমন দুর্লভ বিজয়ের আনন্দে উৎফুল্ল ও গর্বিত বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম-জাপান সম্প্রতি টোকিওর শিবয়াস্থ কিনরো ফুকুশি কাইকান হলে চমকপ্রদ এক সংবর্ধনা সভার আয়োজন করে। লেখক বাকের মাহমুদের সভাপতিত্বে সন্ধ্যে ৬ টায় অনুষ্ঠিত প্রাণবন্ত উক্ত অনুষ্ঠানে মনজুরুল হকের দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবদুল ওয়াদুদ, কাজী ইনসান, লিয়াকত আলী, প্রবীর বিকাশ সরকার, জুয়েল, আহসান কামরুল, বাকের মাহমুদ, ছালেহ মো: আরিফ, এস.কে. রকি, মোতাহের হোসেন, অজিত কুমার বড়ুয়া, এম.এ.এম শাহীন, মো: তসলিম উদ্দিন, এম.এইচ সেলিম, মো: জসীম উদ্দিন, হোসাইন মুনীর, পার্থ সারথি বড়ুয়া ও সিন অপু। এরপর ফোরামের পক্ষ থেকে সাংবাদিক মনজুরুল হকের হাতে উপহার ও শুভেচ্ছা পত্র তুলে দেন বদরুল বোরহান ও খোন্দকার আনিসুর রহমান । খুশির জোয়ারে টইটুম্বুর সেই অনুষ্ঠানের এক পর্যায়ে সেদিনের প্রধান আকর্ষণ ‘মনজুরুল হক’কে সতেজ ফুলের মোহময় সুবাসে অভিনন্দন জানান মাসিক দশদিক এর নির্বাহী সম্পাদক প্রবীর বিকাশ সরকার ও বৃহত্তর কুমিল্লা সমিতি-জাপান এর সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দিন।

অনুষ্ঠানের শেষ প্রান্তে উপস্থিতদের বহুল প্রতীক্ষিত ফরেন করেসপণ্ডেন্স ক্লাব অফ জাপান এর সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মনজুরুল হকের বিস্তারিত দীর্ঘ বক্তৃতায় তাঁর নিজের লেখার জগত, সাংবাদিকতার খুটিঁনাটি দিক, বাংলাদেশ ও জাপান প্রবাসী বাঙালিদের ঘিরে আপন স্বপ্নের গল্প, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়াদি এবং উল্লেখিত প্রেস ক্লাবের বিভিন্ন প্রসঙ্গ বিমূর্ত হয়ে ওঠে।

তিনি এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘জীবন-জীবিকা’র ম্যালা ব্যস্ততার মাঝেও আজ এখানে উপস্থিত হয়ে, আপনারা আমাকে যে অপরিমেয় সম্মান ও অশেষ ভালোবাসায় বিমুগ্ধ করেছেন, সেজন্যে আমি সত্যিই চিরঋণী হয়ে থাকলাম আর তাই এখন থেকে আমি আরো সচেষ্ট থাকবো, স্বদেশ ও সমাজের উন্নয়ন এবং জাপানে বাঙালিদের নানাবিধ সমস্যার সমাধানকল্পে নিরলস কাজ করে, অপরিশোধ্য সেই ঋণের তিল পরিমাণ হলেও শোধ করে দিতে।

অনুষ্ঠানে সবশেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন রোমান আহমেদ, শিকদার সাগর প্রমুখ। সেদিনের সেই আনন্দোচ্ছলময় সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সজল বড়ুয়া।

natundesh

http://www.munshigonj.com/Famous/zMedia/MonzurulHuq.html

[ad#co-1]

Leave a Reply