স্কুল খুলতেই নতুন বই!

বিস্মিত আনন্দিত শিৰার্থীরা
মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ বিনামূল্যে বই পেয়ে মাধ্যমিক বিদ্যালয়ে শিার্থীরা আনন্দে হাবুডুবু খাচ্ছে । প্রতিটি স্কুলেই চলছে উৎসবের আমেজ। এ আমেজ শনিবার থেকে শুরম্ন হলেও এখনও চলছেই। নতুন কাসে ওঠার পরপরই হাতে এভাবে সব বই পেয়ে যাওয়ার ঘটনা যেন দিবাস্বপ্ন ছিল। কিন্তু স্বপ্ন যখন বাসত্মব থাকে সেই ণটির ভাললাগার কথা জানাতে গিয়ে শ্রীনগরের অষ্টম শ্রেণীর ছাত্রী রূপা আক্তার বলে, এমন ভাললাগা বলতি পারছি না, কারণ প্রথমই এর আনন্দ ভোগ করছি।

প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই পেয়েছি তবে এমন নতুন এবং বছরের শুরম্নতেই পাইনি। “বড়দের মন পেতে হলে ছোটদের মন জয় করতে হয়” এমন প্রবাদের কারণেই অভিভাবকরাও আরও খুশি এবার। সোমবার গজারিয়া উপজেলার হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ শ’ শিাথর্ীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। প্রথমবারের মতো মাধ্যমিক শ্রেণীর বই পেয়ে মহাখুশি শিাথর্ীরা। এই উপল েআয়োজিত এক ব্যাতিক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েতউলস্নাহ খান তোতা। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি একে ফিরোজ আহম্মেদ সভাপতিত্ব করেন । এর আগে রবিবার বিভিন্ন স্কুলে বই বিতরণ করা হয় সেখানেও উৎসব। আর শনিবার প্রথম এই বই বিতরণের উদ্বোধনী দিনে ছিল যের ছিল মহাউৎসব। বিনামূল্যে সকল বই, তার উপর যথাসময়ে শিাথর্ীদের হাতে পেঁৗছাই হচ্ছে এই উৎসবের কারণ। হোসেন্দী হাই স্কুলের শিক জাহিদ হাসান জানিয়েছেন, যথাসময়ে বই শিাথর্ীদের হাতে থাকায় এবার সিলেবাস যথাসময়ে শেষসহ শিাথর্ীদের কাছ থেকে পড়া আদায় করা সহজ হবে।

শিাথর্ীদের পাশাপাশি গ্রামের মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এই বই বিতরণের ঘটনা। বই জেলার এই বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় সুকুমার রঞ্জন ঘোষ এবং সদর উপজেলায় এম ইদ্রিস আলী এমপি শিাথর্ীদের হাতে বই তুলে দেন। এবার এই জেলায় মাধ্যমিক শ্রেণীতে প্রায় ৭৫ হাজার শিাথর্ীর মধ্যে ১০ লাখ বই বিতরণ করা হচ্ছে। বইয়ের জন্য যেখানে অভিভাবক ও শিার্থর্ীরা ছোটাছুটি করতে লাইব্রেরীতে শিাবর্ষ শুরম্নর কয়েক মাস পরেও সব বই পেত না। আবার অর্থের অভাবে দরিদ্র শিাথর্ীদের বই কেনা ছিল দায়। সেখানে বছরের প্রথম দ্বিতীয় দিনে স্কুল খুলতেই স্কুলে বসেই নতুন বই! বিস্মিত শিাথর্ী ও অভিভাবক। মাধ্যমিক স্কুলেই শুধু নয়, ট্যাকনিক্যাল স্কুল, এবতেদায়ী ও দাখিল মাদ্রসার মাধ্যমিক শ্রেণীও প্রথমবারের মতো বিনামূল্যে বই বিতরণ করা হয়।

৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যনত্ম ১৫টি এবং নবম শ্রেণীতে ৩০টি করে বই বিতরণ করা হয় বলে জেলা শিা কর্মকর্তা সামসুল হক জানান। তিনি জানান, মাধ্যমিক স্কুলে ৮ লাখ ৪১ হাজার ৪৭৯টি এবং এবতেদায়ীতে ৯৪ হাজার ৩শ’ বই বিতরণ করা হয়। স্থানীয় সাংসদরা অনেক স্কুলে গিয়ে গিয়েও নিজহাতে শিাথর্ীদের বই তুলে দিলে এক উৎসব আমেজের সৃষ্টি হয়। নবম শ্রেণীর ছাত্র মনির হোসেনের পিতা বলই গ্রামের কৃষক আমান মিয়া বলেন, হাই স্কুলের ছাত্রগো এইবার সরকার বই দিয়া শিার অনেক উপকার করছে। আমার ছেলের চেয়ে আমি বেশি খুশি!

[ad#co-1]

Leave a Reply