ঢাকার কেরানীগঞ্জে গতকাল বুধবার বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক হামিদ (৩০), যাত্রী রাসেল (২০) ও ওসমান (১৮)। তাঁরা সবাই মুন্সিগঞ্জের সিরাজদীখান থানার বাসিন্দা। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় একই দিন ভোরে একটি মাইক্রোবাসের চাপায় আবদুল মান্নান (৪০) নামের একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার খাড়াজোড়া এলাকায়।
কেরানীগঞ্জের দুর্ঘটনার ব্যাপারে পুলিশ ও এলাকাবাসী জানায়, অটোরিকশায় সবজি নিয়ে যাত্রীরা মুন্সিগঞ্জের সিরাজদীখান থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। কেরানীগঞ্জের মোল্লারপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও দুজন যাত্রী নিহত এবং আরও তিনজন আহত হন। আহত ব্যক্তিদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খাড়াজোড়া এলাকায় গতকাল ভোরে ব্যবসায়ী আবদুল মান্নান রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় টাঙ্গাইলগামী একটি মাইক্রোবাস পেছন দিক থেকে তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, আবদুল মান্নানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর লরিকে যে ট্রাকটি ধাক্কা দিয়েছে, সেটিকে আটক করা হলেও চালক পালিয়ে যান।
[ad#co-1]
Leave a Reply