আ’লীগ কর্মীদের তা-ব
মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে মুক্তারপুর ফেরিঘাট এলাকায় ড্রেজার দিয়ে বালি ভরাট করাকে কেন্দ্র করে বুধবার তুলকালাম কা- ঘটিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। বিএনপির এক নেতার ভাড়াকরা ড্রেজার ভাংচুর ও শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দিয়েছে তারা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ও দোকানপাট বন্ধ হয়ে যায়। রাস্তাঘাট হয়ে পড়ে জনশূন্য।
জানা যায়, জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের চাচাত ভাই বিএনপি নেতা গোলাম মোস্তফা তাদের কয়েকটি পুকুর ভরাট করার জন্য ড্রেজার ভাড়া করেন। খবর পেয়ে আওয়ামী লীগ নেতা শাহীন রেজা কাজলের নেতৃত্বে ১৫০ লোক হামলা চালায়। এ সময় তারা ড্রেজার শ্রমিক শাহীন, লাবলুসহ আটজনকে মারধর করে তাড়িয়ে দেয় এবং ড্রেজার ভাংচুর করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রাস্তার দুইপাশের দোকানপাট বন্ধ করে দেয় দোকানিরা।
সদর উপজেলা বিএনপির সভাপতি ও আবদুল হাইয়ের ছোটভাই মহিউদ্দিন আহমেদ এ ব্যাপারে জানান, আওয়ামী লীগ নেতা কাজল, শহীদ ও শরীফ খালাসির নেতৃত্বে প্রায় ১৫০ লোক ড্রেজারে হামলা চালায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদের ড্রেজার দিয়ে গোলাম মোস্তফা পুকুরে বালি ভরাট করছিলেন। এ সময় কাজল ও তার লোকজন গিয়ে বাধা দেয়। তর্কবিতর্কের সৃষ্টি হয়।
jajadi
================================
মুন্সীগঞ্জে আ’লীগ নেতাকর্মীরা সাবেক উপমন্ত্রীর ভাইয়ের ড্রেজার দিয়ে পুকুর ভরাট কাজ বন্ধ করে দিয়েছে
কাজী দীপ : মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় গতকাল আ’লীগ নেতাকর্মীরা চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ভাইয়ের ড্রেজার দিয়ে পুকুর ভরাট কাজ বন্ধ করে দিয়েছে। এ সময় ড্রেজার শ্রমিকদের মারপিট করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এদিকে সশস্ত্র দুই শতাধিক আ’লীগ নেতাকর্মীর উপস্থিতি দেখে মুক্তারপুর এলাকায় ব্যবসা-প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সহস্রাধিক বিএনপি নেতাকর্মী মুক্তারপুর এলাকায় যাওয়ার আগেই আ’লীগ নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। ফলে কোনো ধরনের সহিংসতা ঘটেনি। পরে মুন্সীগঞ্জ পুলিশ ঘটনাস্থলে যায়। সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।
সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, ব্যবসায়ীরা দোকানপাট খুলতে শুরু করেছে। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দাখিল করেনি।
[ad#co-1]
Leave a Reply