টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন টঙ্গিবাড়ী সহকারী জজ আদালত। চাঠাতিপাড়া শেখ কাবেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহজাহান মিয়াকে স্কুলে যেতে দেয়া হচ্ছে না এবং বেতনভাতা বন্ধ করে রাখা হয়েছে বিধায় আদালতে স্কুল কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট পাঁচজনকে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ প্রদান করেন। রোববার বিকালে সহকারী সাব জজ এলিনা আক্তার এ আদেশ দেন।

চাঠাতিপাড়া স্কুলের প্রধান শিক্ষক জানান, এ স্কুলে তিনি ২০০০ সালের ৫ মে যোগদান করেন। কিন্তু ম্যানেজিং কমিটির কিছু স্বার্থান্বেষী লোক তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে। তার বেতন বন্ধ করে দেয়া হয় ২০০৮ সালের অক্টোবর মাস থেকে। তারপরও তিনি স্কুল করছিলেন। এর মধ্যে ২০০৯ সালের ৫ মার্চ তাকে উপজেলা চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ পদত্যাগ করতে বলেন এবং স্কুলে আসতে বারণ করেন। ভয়ে তিনি স্কুলে আর যেতে পারছেন না।

[ad#co-1]

Leave a Reply