সিরাজদিখানে হামলায় একই পরিবারের ৬ সদস্য আহত

হামলায় কালী মূর্তি ভাংচুর ও মনি ঋষি সম্প্রদায়ের ৬ ব্যক্তি জখম হয়েছে। আহত বসন্ত দাস (৫০), শিলা রানী দাস (২৫), পূজা রানী দাস (১৫), সুদেব (২৫), অঞ্জলী দাস (৩৪) ও কল্যানী দাসকে (৩৫) মির্ডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে সিরাজদিখান উপজেলার রশুনিয়া চোরমর্দ্দন গ্রামের ঋসিপাড়ায় এই ঘটনা ঘটে। এ ব্যাপারে মহাদেব মনি দাস বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

মহাদেব মনি দাস জানান, ঋষি পরিবারের আসন্ন কালী পূজায় স্থানীয় বিএনপির জালু শিকদার চাঁদা হিসাবে ২০ হাজার টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকৃতি জানালেই এই হামলা চালায়। এদিকে ওসি মতিউর রহমান জানান, গান-বাজনা নিয়ে ঝগড়ার বৈঠকে সমঝোতা না হওয়ার পরই জালু শিকদার তার লোকজন নিয়ে লাঠিপেটা করে এবং কালী মূর্তি ভাংচুর করে। তার মতে-বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অজয় চক্রবর্তী ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেফতার দাবী করে গত সোমবার রাতে বিবৃতি দিয়েছেন।

[ad#co-1]

Leave a Reply