ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় গত শুক্রবার রাতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। যাত্রীবেশী ডাকাতেরা এ সময় ৩২ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন সেটসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ সময় ডাকাতদের হামলায় চালকসহ দুজন আহত হয়েছে।
ওই বাসের কয়েকজন যাত্রী জানায়, তারা ঢাকা থেকে রাত সাড়ে আটটার দিকে একটি বাসে ওঠে। মেঘনা সেতু অতিক্রম করার পর যাত্রীবেশী একদল ডাকাত চালক রবিউল ইসলামকে ছুরিকাঘাত করে বাসটির নিয়ন্ত্রণ নেয়। এ সময় ডাকাতেরা সজল কুমার দত্ত (২৮) নামের এক যাত্রীকে ছুরিকাঘাত করে আতঙ্ক সৃষ্টি করে। পরে ডাকাতেরা ৩২ যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন সেট, নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে মহাসড়কের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় নেমে যায়। রাত ১০টার দিকে চালক বাসটি নিয়ে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে পৌঁছান।
Leave a Reply