মুন্সীগঞ্জে এক যুবলীগ নেতার বক্তব্য রেকর্ড করার কারণে এক স্খানীয় সংবাদিককে ঘন্টাব্যাপী আটকিয়ে বেদম মারধর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শহরের কোর্টগাঁও এলাকায় জেলা আওয়ামী লীগ সভাপতি মো: মহিউদ্দিনের বাসভবনে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। দৈনিক সকালের খবরের জেলা প্রতিনিধি আরাফাতউজ্জামান বাবু এ আক্রমণের শিকার হন। তিনি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এ ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, সাংবাদিক আরাফাতউজ্জামান বাবু মুন্সীগঞ্জে অনুষ্ঠিতব্য ছাত্রলীগের চারটি সম্মেলন স্খগিত হওয়ার ব্যাপারে সাক্ষাৎকার নিতে সকালে জেলা আওয়ামী লীগ সভাপতি মো: মহিউদ্দিনের বাসভবনে যান। বাসভবনে মহিউদ্দিনের বড় ছেলে ও যুবলীগ নেতা ফয়সাল বিপ্লবকে ঘিরে ছিল ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের স্খানীয় নেতাকর্মীরা। এ সময় সাংবাদিক আরাফাতউজ্জামান বাবু ফয়সাল বিপ্লবসহ অন্যান্যের কথা রেকর্ড করছিলেন। রেকর্ড করার ব্যাপারটি এক ছাত্রলীগ কর্মী জানতে পারে। এ সময় তিনি তার পরিচয় দিলেও রেহাই পাননি। উপস্খিত নেতাকর্মীরা তাকে উপর্যুপরি কিল-ঘুষি-লাথি মারতে থাকে। সাংবাদিককে মারধরের খবর ছড়িয়ে পড়লে তাকে ছেড়ে দেয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এ ব্যাপারে মুন্সীগঞ্জের সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এ বিষয়টি স্খানীয় সংসদ সদস্য এম ইদ্রিস আলীকে অবগত করা হয়েছে।
[ad#co-1]
Leave a Reply