মা তুমি আমার হাত ছেড়ে দিও না

সকাল সাড়ে ছয়টায় পুরানো ঢাকার বাসা থেকে মায়ের হাত ধরেই স্কুলে রওনা হয়েছিল শিশু হামিম শেখ। বাসা থেকে বেরিয়ে মায়ের সঙ্গে অনেক কথাই হয়েছিল তার। সব কথা স্মৃতি হাতড়ে মা সোনিয়া শেখ বলতে পারেননি। সন্তানের সঙ্গে বাস চাপায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে এসে সোনিয়া শেখ হামিমের একটি কথাই বারবার বুক চাপড়ে বলছিলেন ‘মা তুমি আমার হাত ছেড়ে দিও না’। আমি শুধু স্কুলে পড়া শেষ করেই তোমার হাত ধরে বাসায় ফিরবো। এই কথা বলেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপরও রক্ষা করতে পারলেন না হামিমকে। স্কুল ছুটির পর ছেলে হামিম শেখকে নিয়ে রাস্তার ওপারে পৌঁছছিলেন। বেলা ১১টায় সোনিয়া বাসের টিকিট কিনেছিলেন। এরপর টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে বাসের অপেক্ষায় ছিলেন। সেখানেই সবকিছু তছনছ হয়ে গেলো। আদরের সন্তান হারিয়ে গেলো চিরদিনের জন্য। হামিম ২০০৯ সালে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কেজি বাংলা বিভাগ ‘খ’ শাখায় ভর্তি হয়। এর আগে সে রাজধানীর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্কুলে নার্সারির ছাত্র ছিল।

[ad#co-1]

Leave a Reply