স্মৃতির খাতায় এসএসসি
সিরাজুল ইসলাম চৌধুরী
এখন যেমন এসএসসি, আমাদের সময় এ পরীক্ষাকে বলা হতো ম্যাট্রিকুলেশন। পরীক্ষার এক মাস আগেই সব বিষয়ের পড়া শেষ করেছি। তখন কোনো কোচিংও ছিল না, কোনো সাজেশনও ফলো করিনি। পুরো বই সম্পর্কেই ধারণা রাখতাম। ঠিক ভীতি কি না জানি না, তবে অঙ্ক পরীক্ষা নিয়ে সংশয়ে ছিলাম, সব প্রশ্নের উত্তর দিতে পারব তো? প্রশ্ন পেয়ে অবশ্য সেই সংশয়টা কেটে গেছে।
পরীক্ষাকে একটা উৎসব মনে করে পরীক্ষার মুহূর্ত উপভোগ করতাম। আমার স্পষ্ট মনে আছে, তখন দিনে দুটো করে পরীক্ষা দিয়েছি এবং এক সপ্তাহের মধ্যেই পরীক্ষা শেষ। তবু একটুও চাপ মনে হয়নি। পড়াশোনার ব্যাপারে সব সময় মনোযোগী ছিলাম।
১৯৫০ সালে লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরি থেকে ম্যাট্রিক দিয়েছি। কেন্দ্র ছিল ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ, যা বর্তমানে কবি নজরুল কলেজ নামে পরিচিত। আমার স্বপ্ন ছিল ভালো ফল করার। প্রত্যাশিত ফল করেছিও। প্রথম বিভাগে পেয়েছিলাম মেট্রিক পরীক্ষায়।
[ad#co-1]
Leave a Reply