ডিম মুখে নিতে সংশয় লাগছিল, সত্যি গোল্লা পাব না তো!

স্মৃতির খাতায় এসএসসি
হাবিব ওয়াহিদ
পরীক্ষার দিন ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে নাকি গোল্লা পাওয়া যায়। এ রকম কুসংস্কারে আমি কখনোই বিশ্বাস করি না। আমার ও-লেভেল পরীক্ষার প্রথম দিন সকালের নাশতায় রুটির সঙ্গে ছিল ডিম ভাজা। কেন জানি সেদিন ডিম মুখে নিতে সংশয় লাগছিল, সত্যি গোল্লা পাব না তো!

অবশেষে ডিম খেয়েই পরীক্ষার হলে গিয়েছিলাম। পরীক্ষা ভালোই হয়েছে। আমি ও-লেভেল দিয়েছি ১৯৯৬ সালে ভূঁইয়া একাডেমি থেকে।

পরীক্ষাটা ছিল আমার কাছে অনেকটা ভীতির মতো। সেই সঙ্গে ছিল ভালো ফল করার তাগিদ। পরীক্ষা যেহেতু ভালো দিয়েছি, তাই ভালো ফলেরও আশা করেছি। তবু কেন জানি রেজাল্টের আগ মুহূর্তে বুকের বাঁ পাশটা কাঁপছিল। কী ফলাফল হবে, এ নিয়ে কত যে দুশ্চিন্তা ভর করেছে মাথায়।

রেজাল্ট বের হলো। আশানুরূপ রেজাল্টও হয়েছে। রেজাল্টের বিষয়টি আজ না হয় গোপনই থাক। অন্যদিন বলব।

[ad#co-1]

Leave a Reply