মুন্সীগঞ্জ শহরে বেড়েছে মাদক ব্যবসা

কাজী দীপু, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরে বর্তমানে মাদক ব্যবসা ব্যাপক মাত্রায় বেড়েছে। মাদকের আগ্রাসী থাবায় ওলট-পালট হয়ে যাচ্ছে মানুষের সাজানো সংসার। চুরি, ছিনতাই ও চাদাঁবাজি বেড়ে যাওয়ায় অবনতি হচেছ আইন শৃংখলা পরিবেশের । শহরবাসী জানায়, মাদকাসক্ত হয়ে শুধু শহরে নয়, গ্রাম-গঞ্জের অনেক যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের মরণ থাবার বিস্তার দিন দিন বেড়েইে চলেছে। শহরের অধিকাশং পরিবারের কোন না কোন সদস্য মাদকাসক্তে জড়িত। ফেনসিডিল, হেরোইন, গাঁজা আসক্ত হয়ে অকালে ঝড়ে গেছে অনেকের জীবন।

মাদকাসক্তির কারণে পারিবারিক ও সামাজিক অশান্তি ও বিপর্যয় বেড়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে প্রভাবশালী একটি সংঘবদ্ধ চক্র। মাদকের বিস্তার ও ব্যাপকতা বেড়ে যাওয়ায় চুরি, ছিনতাইয়ের ঘটনাও বেড়ে গেছে। ছোটখাট মাদক বিক্রেতাদের ধরা হলেও রাঘব বোয়ালরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে সচেতন মহল মনে করছে। জানা গেছে, মুন্সীগঞ্জ জেলা সদরের ৩০/৪০টি পয়েন্টে ফেনসিডিল, হেরোইন, মদ, গাঁজা দেদারছে বিক্রি হচ্ছে। ফেনসিডিল কুমিল্লার দাউদকান্দি হয়ে গজারিয়া দিয়ে নদী পথে চরকেওয়ার ইউনিয়নের টরকি সহ আশপাশ গ্রাম, শহরের উত্তর ও দক্ষিণ ইসলামপুর এলাকায় আর ধলেশ্বরী নদীপথে চরমুক্তারপুর হয়ে মিরকাদিম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়ানের বিভিন্ন এলাকায় প্রবেশ করে। হেরোইন আসে ঢাকা থেকে টেংগরে। সেখান থেকে সাধারণত শহরে সাপ্লাই দেয়া হয়।

[ad#co-1]

Leave a Reply