‘বিক্রমপুর : ইতিহাস ও ব্যক্তিত্ব’ বইয়ের মোড়ক উম্মোচন

ঢাকার পার্শ্ববর্তী জেলা বিক্রমপুরের ইতিহাস ও খ্যাতিমান ব্যক্তিদের জীবনী একত্র করে লেখা ‘বিক্রমপুর : ইতিহাস ও ব্যক্তিত্ব’ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। শুক্রবার রাজধানীর গুলশান ক্লাবে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল বইটির দ্বিতীয় খণ্ড (বিক্রমপুরের বিশিষ্ট ব্যক্তিদের জীবনী অংশ) প্রকাশ করা হয়। প্রথম খণ্ড (বিক্রমপুরের ইতিহাস অংশ) প্রকাশ করা সম্ভব হয়নি। লেখক মোঃ আজহারুল ইসলাম জানিয়েছেন, অর্থের সংকটে বইটির প্রথম খণ্ড প্রকাশ সম্ভব হয়নি। তবে অচিরেই তা প্রকাশ করা হবে বলে তিনি জানান। বইটির দ্বিতীয় খণ্ডে বিক্রমপুরের ৪৮৯ জন বিশিষ্ট ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে। আর প্রথম খণ্ডে অষ্টম শতাব্দী থেকে শুরু করে আজ পর্যন্ত বিক্রমপুরের রাজনীতি, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি এবং পুরাকীর্তির বিষয়ে বর্ণনা করা হয়েছে। বইটি সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের অনুরোধে লেখা বলে জানান লেখক আজহারুল ইসলাম। আর বইটির নাম ঠিক করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ নোবেলজয়ী ড. অমর্ত্য সেন।

Leave a Reply